সম্পাদকীয়
  নতুন বছর হোক শান্তিময় ও মানবাধিকার সমৃদ্ধ বিশ্ব
  21-03-2021

বৈশ্বিক করোনা মহামারির মধ্যদিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিল আরো একটি বছর। ইংরেজী ২০২০ সাল এর পরিসমাপ্তি শেষে পা রেখেছে নতুন বছর ২০২১ সাল এ।নববর্ষ উদযাপন মানব সভ্যতার অনুষঙ্গ। কালের বিবর্তনে গ্রেগরীয় ক্যালেন্ডারের ১ জানুয়ারি দিনটি দুনিয়া জুড়ে নববর্ষ হিসেবে পালিত হচ্ছে। ৩১ ডিসেম্বর বিদায় নিয়েছে ২০২০ সাল। পরবর্তী ১২টা ১ মিনিট থেকে শুরু হয়েছে ২০২১ সালের আত্মত্যাগের পথপরিক্রমা। নববর্ষ প্রতিটি মানুষের জীবনে বিশেষ তাৎপর্যের দাবি রাখে। নতুন বছরকে সামনে রেখে বা নতুন বছরে পা দিয়ে মানুষ শপথ নেয় আগত দিনগুলোকে সুন্দরভাবে সাজানোর। বিদায়ী বছরের যা কিছু ভুলত্রুটি, যা কিছু গ্লানিময় পরিহার করার। শুধু ব্যক্তি জীবনই নয়, জাতীয়ভাবেও নতুন বছরটি ইতিবাচক হয়ে দেখা দেবে এমনটি আশা করা হয়। বাংলাদেশের জন্য বিদায়ী বছরটি ছিল দুর্যোগ-দুর্বিপাকের বছর। করোনা মহমারিতে বিশ^ থেকে বিদায় নিয়েছে প্রায় ২১ লক্ষ মানুষ। শুধু বাংলাদেশে মৃত্যুবরণ করেছে প্রায় ৮ সহস্রাধিক মানুষ। প্রায় সাত লাখ রোহিঙ্গা শরণার্থীর আগমন মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দেয়। তাদের আংশিক ভাষানচরে স্থানান্তরিত করা ছিল অনেকটা কষ্ট সাধ্য। অভাবনীয় সংকট সত্তে¡ও রাজনৈতিক স্থিতিশীলতার এ বছরটি ছিল অর্থনৈতিক দিক থেকে একটি সফল বছর। উন্নয়নের সোপানে আরও একধাপ অগ্রগতির সাফল্যও অর্জিত হয়েছে বিদায়ী বছরে। ইতিহাসের বিবেচনায় বাঙালি এক প্রাচীন জাতি। গাঙ্গেয় ব-দ্বীপের অধিবাসীদের রয়েছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য। আমাদের আধুনিক ইতিহাস ও অহংকার করার মতো। জাতিগতভাবে বাঙ্গালীরা যে সচেতন ও আত্মমর্যাদা সম্পন্ন তা ফুটে উঠেছে ভাষা ও স্বাধীনতার জন্য এ জাতির আত্মত্যাগের ইতিহাসে। প্রকৃতি উদারভাবে আমাদের দান করেছে উর্বর মাটি। এ মাটিতে বীজ বুনলেই সহজে ভরে যায় ফসলের মাঠ। এ দেশের নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, যত্ন পেলে সোনার খনিতে রূপান্তরিত হয়। মানব সম্পদে সমৃদ্ধ এ দেশকে দরিদ্র বলার অবকাশ নেই। বাংলাদেশের মানুষ প্রতিকুল অবস্থাকে জয় করার সাহসও রাখে। প্রকৃতি আমাদের সেভাবেই সৃষ্টি করেছেন। আমাদের রয়েছে পরিশ্রমী মানুষ। ঐক্যবধ্যভাবে প্রয়াস চালালে এ জাতিকে সমৃদ্ধ বিশে^র কাতারে নিয়ে যাওয়া কঠিন কিছু নয়। তবে এ জন্য দরকার জাতীয় ঐক্য। দরকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে শিরদাঁড়া সোজা করা। দরকার পারস্পরিক সহনশীল পরিবেশ। এ জন্য গণতান্ত্রিক চেতনায় আত্মস্থ হতে হবে। চলতি বছরের শুরুতে যে স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশে গণতন্ত্র চর্চা ও সব মতের সহাবস্থানও নিশ্চিত হতে হবে। গড়ে তুলতে হবে সুদৃঢ় ঐক্য। গ্রেগরিয়ান নববর্ষে দেশ ও বিশ্ববাসীকে আমাদের শুভেচ্ছা।