সারাদেশ
  মানবাধিকার খবরের সহযোগীতায় চাকরীর পাওনা টাকা ফিরে পেলেন শাফিয়া খানম
  06-01-2021

মানবাধিকার খবরের সহযোগীতায় চাকরীর পাওনা ঢাকা ফিরে পেলেন শাফিয়া খানম।


মানবাধিকার খবর ডেক্স: মাসিক মানবাধিকার খবর পত্রিকার মানবিক কাজের অংশ হিসেবে Technical World  প্রতিষ্ঠানের M.S.S of Anth topology Manager Suler and Movkationg পদের চাকুরীজীবী শাফিয়া খানম নামে একজন নারী কর্মচারীর বেতন বাবদ পাওনা টাকা সমঝোতার ভিত্তিতে আদায় করে দেওয়া হয়েছে। গত ২৯/০৯/২০২০ ইং তারিখ সাভারের বড় বাওয়ালী হোমটাউন,ইসলাম নগর এলাকার বাসিন্দা আরিফ আবদেল এর স্ত্রী শাফিয়া খানম নামে এক নারী কর্মচারী মাসিক মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক বরাবরে সহযোগীতা চেয়ে আবেদন করেন।আবেদনে তিনি কোম্পানির বিরুদ্ধে চাকুরী কালীন গত ০১/০১/২০১৭ ইং তারিখ থেকে মে ২০২০ তারিখ পর্যন্ত পাওয়া বাবদ ৭,০০,০০০(সাত লক্ষ) টাকা পরিশোধ না করে চাকুরী থেকে অব্যহতি দেয়ার অভিযোগ করেন।
শাফিয়া খানমের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশ রোটারিয়ান মো.রিয়াজ উদ্দিন কোম্পানির নিয়োজিত ব্যবস্থাপকের সাথে আলোচনা করেন।পরে কোম্পানির নিয়োজিত আইনজীবী মো. জাহেদুল ইসলাম (কোয়েল)কোম্পানির প্রতিনিধি হিসেবে গত ০৭/১২/২০২০ইং তারিখ ২৩/১,কোর্ট বিল্ডিং(১ম তলা)কক্ষ নং ২০২,কোতোয়ালি ঢাকা আইনজীবীর কার্যালয়ে এক বৈঠকে উভয় পক্ষের মধ্যকার সমস্যার সামাধান করা হয়।এতে শাফিয়া খানম কোম্পানির নিকট থেকে পাওনা বাবদ তিন মাসের বেতন বাবদ ৬০,০০০ (ষাট হাজার)টাকা ও এককালিন ৪০,০০০(চল্লিশ হাজার)টাকা।মোট ১,০০,০০০(এক লক্ষ)টাকা বুঝে পেয়ে মানবাধিকার খবর পত্রিকার সম্পাদককে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবাধিকার খবরের সার্বিক সফলতা কামনা করেন।উল্লেখ্য,মানবাধিকার খবর পত্রিকাটি মানবাধিকার বিষয়ক একটি সৃজনশীল মাসিক প্রকাশনা।মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ইতিমধ্যে বিভিন্ন দেশে পাচার,অপহরণ এবং নির্যাতনের স্বীকার হওয়া ২০০`র অধিক নারী ও শিশু উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হন।