মানবাধিকার দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
  03-01-2021

মানবাধিকার বিষয়ক মাসিক পত্রিকা “মানবাধিকার খবর” নিয়মিত প্রকাশনা অব্যাহত রেখে ৯ম বর্ষ পালন করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবাধিকার প্রতিষ্ঠায়
আজীবন সংগ্রাম করেছেন। তার অবিসংবাদিত নেতৃত্বে জাতি পেয়েছে স্বাধীন সার্বভৌম
বাংলাদেশ । অথচ এই স্বাধীন দেশেই তাকে সপরিবারে হত্যা করা হয়। চরমভাবে লঙ্ঘন করা
হয় মানবাধিকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবন থেকে সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন। প্রথমে ইত্তেহাদ নামে একটি পত্রিকা, তার আগে ছিল মিল্লাত নামে একটি পত্রিকা। এরপর ইত্তেফাক বের হলো। তিনি কিন্তু সব সময় এসব পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিজের হাতে ইত্তেফাক বিক্রি করার কাজও করেছেন এবং পূর্ববঙ্গের পক্ষ থেকে তিনি এসব পত্রিকায় সংবাদ পরিবেশন করতেন। বঙ্গবন্ধুর আত্মজীবনীতেও এ কথা লেখা রয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। বাংলাদেশ আওয়ামী লীগ যখনি ক্ষমতায় এসেছে তখনি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। আইনের শাসন, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিতে জীবনযাপন করার অধিকার প্রতিষ্ঠা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষিত করতে অঙ্গীকারবদ্ধ।
আওয়ামী লীগ সরকার সবসময়ই দেশে গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। ১৯৯৬-২০০১ মেয়াদে আমরাই প্রথম দেশে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চালুর অনুমোদন দিই। আমাদের সরকার রুপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছি। জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ প্রণয়ন করা হয়েছে। বেসরকারিখাতে ৪৪ টি টেলিভিশন, ২২ টি এফএম রেডিও এবং ৩২ টি কমিওনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে সারাদেশ থেকে প্রতিদিন ৪৮৫ টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। আমরা সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছি। সার্বিকভাবে মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার।
আমি মাসিক পত্রিকা “মানবাধিকার খবর” এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকাটির সাথে জড়িত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আশাকরি মানবাধিকার প্রতিষ্ঠায় পত্রিকাটি যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে। একইসঙ্গে মাসিক ”মানবাধিকার খবর” পত্রিকার প্রকাশনা অব্যাহত ও তার সফলতা কামনা করি।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হউক