সারাদেশ
  রামগতিতে গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল
  22-08-2020

মোঃ দেলোয়ার হোসেন, রামগতি ( লক্ষীপুর) প্রতিনিধিঃ- বঙ্গব্ন্ধু কন্যা মাননীয় প্রধান মন্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যোশে ২০০৪ সালের ২১ আগষ্ট জামাত- বিএনপির জোট সরকারের পরিকল্পিত ও প্রতিবাদে গ্রেনেড হামলায় নিহত আইভিরহমান সহ সকল শাহাদাৎ বরণকারীদের রুহের আত্নার মাগফেরাত কামনা করে।

আজ ২১ আগষ্ট শুক্রবার বাদ আছর রামগতি- সদর আলেকজান্ডার দলীয় কার্যালয়ে রামগতি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুর সমন্বয়ে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

এসময় উপুস্তিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ,সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক আবু নাছের।

লক্ষীপুর জেলা আওয়ামীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এম মেজবাহ উদ্দীন মেজু,যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দীন হেলাল ভিপি,যুগ্ন আহ্বায়ক সোয়াইব হোসেন খন্দকার ও শাহ্ মোঃ রাকিব,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাহিদ হোসেন,ছাত্র লীগের সভাপতি আকবর হোসেন সুখী ও সাধরণ সম্পাদক সাদ্দাম হোসাইন, শ্রমিক লীগের সভাপতি মোঃ রিপন ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীন, এছাড়াও রয়েছেন পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপুস্তিত ছিলেন।

সভায় ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত সকল শাহাদাৎ বরণকারীদের আত্বার মাগফেরাত কামনাসহ বাংলাদেশের উত্তরোত্তর উন্নতিকল্পে বিশেষ আলোচনা, দোয়া ও মোনাজাত করা হয়। সভার সভাপতিত্ব করেন- আব্দুল ওয়াহেদ মুরাদ এবং সন্ঞালনায় - অধ্যাপক আব্দুল ওয়াহেদ।