শিক্ষাঙ্গান
  জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন
  04-02-2020

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা। মানববন্ধনে বক্তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক মিনা আল-আমীন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানি ও রাকিব মাহমুদ কালাম।

মিনা আল-আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলা হয় বেকার তৈরির কারখানা। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি বছরে ব্যয় মাত্র ৭৪১ টাকা যা দৈনিক দাঁড়ায় মাত্র ২.০৩টাকা। যেখানে একজন শিক্ষার্থী প্রতি বরাদ্দ ২টাকা সেখানে তাদের উন্নয়ন আশা করে করেন কিভাবে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম শুভ, মো. রায়হান, আবু তালহা, রাবেয়া আক্তার, রুমা আক্তার, সানজিদা ইসলাম সাথি, আশিক সহ অনেকে। মানববন্ধন শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শরিফুল ইসলাম শুভকে আহবায়ক করে নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠিত হয়।