পাপলুশ রায়, সঞ্জীব সাধুকা ও ডোনা ভট্টাচার্জ, কলকাতা থেকে : প্রথম বাংলাদেশী হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ রুপনারায়নপুরের পিস্ ওয়েলফেয়ার অর্গানইজেশনের "দ্য পিস্ অ্যাওয়ার্ড ২০১৯" পেয়েছেন মানবাধিকার বিষয়ক বিশ্বের একমাত্র নিয়মিত সৃজনশীল বাংলা প্রকাশনা মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন। গত ২৮ সেপ্টেম্বর ভারতের বর্ধমানের আসানসোলে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ মানবাধিকার ও সমাজ সেবায় অসামান্য অবদান স্বরুপ তার হাতে এই পিস অ্যাওয়াড তুলে দেন। এ সময় রাজ্যের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সহ গুরুত্বপুর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রুপনারায়নপুরের পিস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ঐদিন সন্ধ্যায় শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে সংগঠনের নবম বর্ষপূর্তি অনুষ্ঠানে গুনীজন সংবর্ধনা, দরিদ্র বিধবা মহিলাদের কাপড় বিতরণ, পিছিয়ে পড়া অসহায় শিশুদের নতুন পোষাক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত মনোমুগ্ধকর অনুষ্ঠান দ্বীপ শিখা জ্বালিয়ে উদ্বোধন করেন তিনি। প্রতি বছরের ন্যায় ভিন্ন ধারায় অন্যান্য গুণী ব্যক্তিত্বদেরকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয় এ অনুষ্ঠানে। প্রসঙ্গত, মানবাধিকার খবর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে পাচার হয়ে যাওয়া নারী-শিশু উদ্ধারে কাজ করে আসছেন। তিনি ভারতের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক নারী-শিশু উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছেন। তিনি অধিকারবঞ্চিত অসহায় মানুষের কল্যাণে নানামুখি সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি সমাজ কর্মী হিসেবে ধর্মীয়, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে অবদান রেখে চলছেন। এর আগেও তিনি মানবাধিকার ও সমাজ সেবায় অবদানের জন্য দেশ-বিদেশ থেকে একাধিক সম্মাননা পেয়েছেন। মানবাধিকার খবর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আন্তর্জাতিক শান্তি পুরষ্কারে ভুষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম, ভারতের রাজ্য সভার সাংসদ ও সরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কলকাতা উপরাষ্ট্রদূত দপ্তরের কাউন্সিলর এবং হেড অব চ্যান্সারী বি.এম জামাল হোসেন সহ দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক ও মানবাধিকার সংগঠন এর নেতৃবৃন্দ। এদিকে, নবম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে রূপনারায়ণপুর পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর নবদ্যুতি আনন্দমুখর সন্ধ্যাটি সকলের হৃদয় জয় করে নেয়। রূপনারায়ণপুর এর নান্দনিক প্রেক্ষাগৃহ এই অনুষ্ঠানে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করেন সমাজকর্মী রথীন মজুমদার, রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন, সাহিত্যিক সমরেশ চৌধুরী ও পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে সভাপতি শুভদীপ সেন, সম্পাদক তনু বিশ্বাস ও অম্ব্রীজ সরকার। এছাড়াও দূর্গাপূজা উপলক্ষে দুইশত দুঃস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে " পিস সমাজকর্মী সম্মান ২০১৯"প্রদান করা হয় মোঃ রিয়াজ উদ্দিন মহাশয়কে এছাড়াও" পিস অনন্য সম্মান ২০১৯"প্রদান করা হয় রথীন মজুমদার কে এবং "পিস সাহিত্য সম্মান ২০১৯" প্রদান করা হয় সমরেশ চৌধুরী মহাশয়কে। স্বাগত বক্তব্য রাখেন পিস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সভাপতি শুভদীপ সেন। এছাড়া ও উক্ত অনুষ্ঠানে পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সুবিধা বঞ্চিত শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের হৃদয়জয় করে নেয়। এছাড়াও অন্যান্য আবৃত্তি শিল্পী ও নৃত্য শিল্পীদের মনোগ্রাহী পরিবেশন নবম বর্ষপূর্তি অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বেণুবিনোদ সাহু ও রুমা চৌধুরী। কলকাতা থেকে মানবাধিকার খবর’র সম্পাদকের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন কলকাতা রিপোর্টার পাপলুস রায়, সঞ্জীব সাধুকা, সোমেন সহ অন্যান্য।
|