খেলাধুলা
  হারাতে চান কাতারকে বাংলাদেশ কোচ!
  10-10-2019

এশিয়ার চ্যাম্পিয়ন কাতারকে হারাতে চান বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে- শুনলে অনেকে ভ্রু কুঁচকে উঠবেন। এই তো গত সপ্তাহে ভুটানকে হারাতেই যে বাংলাদেশের নাভিঃশ্বাস উঠেছিল, সেই বাংলাদেশের কোচের কাতারকে হারানোর কথা বল দুঃসাহসই মনে করেন অনেকে। আজ (বুধবার) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ সরাসরি অবশ্য বলেননি বাংলাদেশ হারাবেই কাতারকে। বলেছেন একটু ঘুরিয়ে- ‘সব কোচই জিততে চান, আমিও জিততে চাই।’

হ্যাঁ। ম্যাচের আগেই হারতে চান না বাংলাদেশ কোচ। ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে খেলে ভালো রেজাল্ট করতে চান গত ১৫ মাস ধরে বাংলাদেশের দায়িত্বে থাকা এই ইংলিশ কোচ। হতে পারে এটা তার কথার কথা। আসলে তো জেমির লক্ষ্য থাকবে প্রতিরোধ গড়ে তোলা এবং কম ব্যবধানে হারা। ড্র হলে তো সেটা হবে বাংলাদেশের জন্য বড় এক চমক।

 

কাতারকে দুর্দান্ত এক দল উল্লেখ করে বাংলাদেশ কোচ বলেছেন, ‘এই দলের বিরুদ্ধে আমাদের তরুণ খেলোয়াড়দের দারুণ অভিজ্ঞতা হবে। কাতার এশিয়ার চ্যাম্পিয়ন। তাদের দলে ভালোভালো খেলোয়াড় আছেন। এটা আমাদের জন্য অবশ্যই কঠিন ম্যাচ হবে।’

দুটি প্রস্তুতি ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। এ জয় দুটি জামাল ভূঁইয়াদের আত্মবিশ্বাস বাড়িয়েছে; কিন্তু সেই আত্মবিশ্বাস দিয়ে কি কাতারের মতো দলের বিরুদ্ধে ফল বের করে আনা সম্ভব? ‘গত ১০ দিন আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। কাতারকে কিভাবে রুখতে হবে, তা নিয়ে আমরা কাজ করছি। কাতারের দূর্বলতাগুলো কাজে লাগানোর চেষ্টা করবো। সব দলই জয় চায়, আমরাও চাই। তবে কাতারের বিরুদ্ধে ভালো কিছু পেতে চলে ভাগ্যেরও দরকার হবে।’