সারাদেশ
  শ্রীপুরে জৈনা- শৈলাট সংযোগ সড়কের নাজেহাল অবস্থা
  14-07-2019

গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরে উপজেলার শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার টু শৈলাট সংযোগ সড়কের নাজেহাল অবস্থা । সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাটু পানি ।কোনো কোনো স্থানে কোমর পর্যন্ত পানি জমে থাকে । বর্তমানে রাস্তায় হাটু পানি থাকার কারনে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল অনুপযোগি হয়ে পরেছে । জৈনা টু শৈলাট আঞ্চলিক সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও আশপাশে গড়ে ওঠা ৮ থেকে ১০ টি শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন লোড গাড়িসহ সিএনজি ও মোটরবাইক চলাচল করে । রাস্তায় পানি হওয়ার কারনে ঝুঁকি নিয়ে পানিতে ভাসমান রাস্তা দিয়ে চলাচল করছে ঐ এলাকার বাসিন্দারা ।সরেজমিনে (১৪ জুলাই ) রবিবার গিয়ে দেখাযায় বিকল্প রাস্তা না থাকায় জৈনা টু শৈলাট সংযোগ সড়কটি পানিতে ভাসমান থাকায় ঐ রাস্তা দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন আট থেকে দশটি শিল্প প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক ও শিল্প প্রতিষ্ঠানের মালামাল পরিবহনের ভারি যানবাহনসহ ঐ এলাকার হাজার হাজার জনতা দুভোর্গের স্বিকার হচ্ছে প্রতিনিয়ত । ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের সাইফুল ইসলাম বলেন,দর্ঘিদিন এই রাস্তাটি সংস্কার না করার কারনে আমরা সীমাহিন দুভোগের মধ্য দিয়ে রাস্তাটি দিয়ে চলাচল করছি । সামান্য বৃষ্টিতেই এ রাস্তাটি পানিতে ডুবে যায় । রাস্তা দিয়ে মোট সাইকেল পর্যন্ত নিয়ে চলাচল করা যাচ্ছে না । জৈনা বাজার থেকে শৈলাট পর্যন্ত পুরো রাস্তাই খানাখন্দে ভরা । দশ মিনিটের রাস্তাটি অতিক্রম করতে সময় লাগে প্রায় এক ঘন্টা । ২নং গাজীপুর ইউনিয়নের মৃত আয়েদ আলীর ছেলে সিদ্দিক বলেন , বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগি । রাস্তাটির বর্তমান যে অবস্থা পায়ে হেঁটে চলাও কষ্টকর । গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের হাবিবুর রহমান বলেন শ্রীপুর উপজেলায় জৈনা টু শৈলাট সংযোগ সড়কটির মত নাজেহাল অবস্থা শ্রীপুরে আর অন্য কোথাও নেই । এখনই সময় রাস্তাটি সংস্কারের । গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন , জৈনা টু শৈলাট সড়কটির নাজেহাল অবস্থা । জনগনের রাস্তাটি দিয়ে চলাচল করতে খুব কষ্ট হচ্ছে । এই রাস্তাটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ ও গাজীপুর -৩ আসনের সাংসদকে অবহিত করার পরেও রাস্তাটি সংস্কারের জন্য কোনো ধরনের বরাদ্ধ পাচ্ছি না ।