সারাদেশ
  তিস্তার দুই পাড়ে বাঁধ নির্মাণ করা হবে - লালমনিরহাট জেলা প্রশাসক
  11-07-2019

সবুজ আলী আপন,রংপুুর:  প্রায় ৪০কোটি টাকা ব্যয়ে লালমনিরহাটের তিস্তা নদীর দুই পাড়ে বাঁধ নির্মান করা হবে জানালেন লালমনিরহাটের নবাগত জেলা প্রশাসক  মো. আবু জাফর।একই সাথে লালমনিরহাট - বুড়িমারী   সড়কটি  চারলেনে উন্নীত করার কথাও জানান তিনি। জেলা প্রশাসক বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন সহ বিভিন্নস্তরের মানুষের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার রবিউল হাসানের  সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি এবং অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,ভাইস চেয়ারম্যান  কমল কৃষ্ণ সরকার, থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন,কৃষি   কর্মকর্তা নজরুল ইসলাম,মদাতী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের,উত্তর বাংলা বিশ্বিদ্যালয় কলেজের অধ্যক্ষ এএসএম মনওয়ারুল ইসলাম ও মুক্তিযোদ্ধা মহসিন টুলু প্রমুখ।প্রধান অতিথি জেলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার কথা জানিয়ে মাদক নির্মূল,দূর্নীতি প্রতিরোধ ও নদীভাঙ্গন রোধে সবার সহযোগিতা কামনা করেন এবং বন্যাকবলিতের পাশে দাঁড়ানোর আহবান জানান।