সারাদেশ
  শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে বর্ণ্যাঢ্য র‌্যালী
  11-07-2019

                    গাজীপুরের শ্রীপুরে নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস

 

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। বৃহস্পতিবার ১১জুলাই উপজেলা পরিষদ চত্তর থেকে এক বিশাল বর্ণ্যাঢ্য র‌্যালী বের করা হয়েছে । জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সস্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে ।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে, দিবসটি পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) ফতেমা তুজ জোহরার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান এড: শামসুল আলম প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুর নাহার মেজবাহ।আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মইনুল হক খান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমিন,মেডিকেল অফিসার ডা: মনজুরুল আলম, সমাজসেবা কর্মকর্তা মুনজুরুল হক,শ্রীপুর রির্পোটার্স ইউনিটির সভাপতি আবুবকর সিদ্দিক আকন্দ প্রমূখ। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শক ও শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারীকে পুরস্কৃত করা হয়।