মোঃ জানে আলম সাকি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সদর ইউপি সদস্য বহুল আলোচিত হামিদ মেম্বার (৪৫) প্রকাশ ডাকাত হামিদ ওরফে ইয়াবা হামিদ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার মধ্য রাতে টেকনাফ সদরের মহেষখালীয়াপাড়া নৌকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৪টি এলজি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২১ রাউন্ড কার্তুজের খোসা এবং ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
হামিদ মেম্বার প্রকাশ হামিদ ডাকাত ওই এলাকার মৃত আবুল হাসিম প্রকাশ হাশেমের পুত্র। তিনি বহু মামলার পলাতক আসামি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত ইয়াবা সম্রাট বরে জানা গেছে। টেকনাফ মডেল থানার ওসি বিভিন্ন গণমাধ্যমকে জানান, হামিদ মেম্বার প্রকাশ ডাকাত হামিদকে গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মতে মহেষখালীয়াপাড়া নৌকা ঘাটে ইয়াবা উদ্ধার অভিযানে গেলে তার সহযোগী অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলে এসআই স্বপন চন্দ্র দাশ, এএসআই কাজী সাইফ উদ্দিন, কনস্টেবল রয়েল বডুয়া আহত হয়।
পুলিশও ৫০ রাউন্ড গুলি করে। এক পর্যায়ে হামিদ প্রকাশ হামিদ মেম্বার ওরফে হামিদ ডাকাত গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ডাকাত হামিদকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তাকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। টেকনাফ মডেল থানা সূত্রে জানা গেছে, কথিত মাদক ব্যবসায়ী হামিদ মেম্বারের নামে ৫০টিরও বেশি মামলা রয়েছে। হামিদ মেম্বারের মৃত্যুতে এলাকাবাসী প্রশাসনকে স্বাগত জানিয়েছেন।
|