সারাদেশ
  জাতীয় শিক্ষা সপ্তাহে লালমনিরহাটের শ্রেষ্ঠত্ব সমাচার
  01-07-2019

সবুজ আলী আপন,রংপুর: লালমনিরহাটে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের খবর পাওয়া  গেছে।জেলা শিক্ষা অফিস সুত্র অনুযায়ী জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন শ্রেষ্ঠ শিক্ষার্থী, মাধ্যমিক বিদ্যালয়,তাসনুভা ইসলাম মেধা, ১০ম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সদর।মাদ্রাসায় মো.সালাউজ্জামান, ৮ম শ্রেণি, আউলিয়ারহাট কাজি নিজামীয়া দাখিল মাদ্রাসা, পাটগ্রাম। কারিগরি কলেজে এস.এম এরফানুল হক অলি, একাদশ শ্রেণি, লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সদর। কলেজে সুজন কুমার রায়, উত্তর বাংলা কলেজ, কালীগঞ্জ। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়, মো.আব্দুল হাকিম, সহকারী শিক্ষক, তুষভান্ডার আরএমএমপি সরকারি উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ। মাদ্রাসায় মো.আশরাফুজ্জামান মন্ডল, সহকারী শিক্ষক, উত্তর গোবধা দাখিল মাদ্রাসা, আদিতমারী। কারিগরি কলেজে মো.আব্দুল মান্নান, প্রভাষক, লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সদর। কলেজে মো.জাহাঙ্গীর আলম, লালমনিরহাট সরকারী কলেজ, সদর। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,মাধ্যমিক বিদ্যালয়, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়, সদর মাদ্রাসা,আউলিয়ারহাট কাজি নিজামীয়া দাখিল মাদ্রাসা, পাটগ্রাম। কারিগরি কলেজ,শেখ শফি উদ্দিন কমার্স কলেজ, সদর। কলেজ,সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, কালীগঞ্জ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান,মাধ্যমিক বিদ্যালয়ে মো.রাজিবুর রহমান, প্রধান শিক্ষক, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়, সদর। মাদ্রাসায় মো.মোসলেম উদ্দিন, অধ্যক্ষ, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা, সদর। কারিগরি কলেজে মো.এন্তাজুর রহমান, অধ্যক্ষ, শেখ শফি উদ্দিন কমার্স কলেজ, সদর। কলেজে মো.শরওয়ার আলম, অধ্যক্ষ, মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, আদিতমারী। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী,মো. রাগীব ইয়াসির, ৮ম শ্রেণি, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজ, আদিতমারী। শিক্ষক,মো. আনোয়ারুল হক খান, সহকারী শিক্ষক, কদমতলা উচ্চ বিদ্যালয়, সদর। গ্রুপ,সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজ, আদিতমারী। শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ,লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সদর। শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী,মো,আব্দুল মালেক, লালমনিরহাট সরকারি কলেজ, সদর। শিক্ষক,মো.আব্দুল লতিফ, ধরলা মুক্ত, সদর। গ্রুপ,ধরলা মুক্ত, সদর।শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক,মো.আশরাউল হক, সহযোগি অধ্যাপক, লালমনিরহাট সরকারি কলেজ, সদর।এছাড়াও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বেশ কিছু শিক্ষার্থী।