সারাদেশ
  শ্রীপুরে প্রস্তাবিত ‘জননেত্রী শেখ হাসিনা কলেজ’ স্থাপনের উদ্যোগ শিক্ষক,সূধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
  22-05-2019

আতাউর রহমান সোহেল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ফকির পরিবারের স্ব উদ্যেগে জ্ঞাণের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রকৃত মেধাবী খোঁজে বের করার প্রত্যয়ে জননেত্রী শেখ হাসিনার নামে একটি কলেজ করার প্রস্তাব করেন মরহুম জাহেদ আলী ফকিরের নাতী লিয়াকত ফকির । ২১মে মঙ্গলবার বিকেল ৪টায় মাওনা চৌরাস্তার উড়াল সেতুর উত্তর-পশ্চিম পাশে রাজ্জাক প্লাজায় শিক্ষক, সূধীজন ও সাংবাদিকদের মাঝে এক মতবিনিময় সভা উনুষ্ঠিত হয়েছে । উক্ত মতবিনিময় সভায় শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ফনী ভূষণ সাহার সভাপতিত্বে আলহাজ্ব মোছলে উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার তালুকদারের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সূধীজন ও শ্রীপুরে কর্মরত সকল সংবাদকমীবৃন্দ ।
উক্ত সভায় কলেজটির নাম ‘জননেত্রী শেখ হাসিনা কলেজ’ হিসেবে প্রস্তাব উত্থাপিত হয়।

সভায় স্থানীয় বিদ্যোৎসাহী আলহাজ্ব আব্দুর রাজ্জাক ফকির বলেন, কলেজটি উপজেলার মুলাইদ গ্রামের আমতলি এলাকায় প্রতিষ্ঠা করা হবে। তিনি নিজে এর প্রতিষ্ঠাতা। সব ঠিকঠাক থাকলে আগামী (২০২০-২০২১) সেশন থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে সক্ষম হবেন। গাজীপুর-৩ আসনের সাংসদ মো. ইকবাল হোসেন সবুজ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বলেও জানান তিনি।

আলহাজ্ব মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার তালুকদারের সঞ্চালনায় ও শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ফণী ভূষণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্য রাখেন। মতবিনিময় সভাশেষে আমন্ত্রিত সকল অতিথিদের ইফতার করানো হয়।