প্রচ্ছদ
  ভারতীয় সিমান্তে বাংলাদেশীকে অমানবিক নির্যাতন
  12-05-2019

হাতের আঙুলের সব নখ উপড়ে ফেলেছে বিএসএফ

প্রতিনিধি নওগাঁ :
নওগাঁর সাপাহার সীমান্তে আজিম উদ্দীন (২৮) নামে এক বাংলাদেশী যুবকের হাতের আঙুলের নখ উপড়ে অমানবিক নির্যাতন চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২৭ এপ্রিল ভোরে উপজেলার পাতাড়ি সীমান্তে বিএসএফ এ নির্যাতন চালায়। আহত আজিম উদ্দীন উপজেলার দক্ষিণ পাতাড়ি (তুলসী ডাঙ্গা) গ্রামের কবির উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল শুক্রবার রাতে কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে অবৈধভাবে ভারতে গরু আনতে যায় আজিম উদ্দীন। ভোরে গরু নিয়ে তারা সীমান্তের ২৪২ আরএস পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের বামন গোলা থানার রাঙ্গামাটি ক্যাম্পের ৬০ বিএসএফের জওয়ানরা বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে অন্যরা গরু রেখে পালিয়ে আসতে সক্ষম হলেও আজিম উদ্দীন বিএসএফের হাতে ধরা পড়ে। পরে বিএসএফ সদস্যরা আজিম উদ্দীনের দুহাতের ১০টি আঙুলের নখ উপড়ে ফেলে এবং শারীরিক নির্যাতন করে। বিএসএফের নির্যাতনে আজিম উদ্দীন অজ্ঞান হয়ে গেলে সীমান্তবর্তী পুনর্ভবা নদীর জিরো পয়েন্টে তাকে ফেলে রেখে চলে যায়। ওইদিন ভোর ৬টার দিকে বিজিবির একটি টহল দল আজিম উদ্দীনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এরপর সকাল ১০টার দিকে তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেলতুহিন মোহাম্মাদ মাসুদ বলেন, আজিম উদ্দীন গরু চোরাকারবারি দলের সদস্য বলে আমরা জেনেছি। সে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে সেখানে তাকে আটক করা হয়। আমরা তাকে আহতাবস্থায় উদ্ধার কর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।