সারাদেশ
  শ্রীপুরে কিশোর-কিশোরীদের সচেতনতা বিষয়ক সভা
  10-04-2019

আতা্উর রহমান সোহেল, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের উপজেলা শ্রীপুরে কিশোর- কিশোরীদের প্রজনন ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠীত হয়েছে । গাজীপুরের শ্রীপুরে পরিবার পরিকল্পনা ,মা ও শিশু স্বাস্থ্য ,কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য,পুষ্টি এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উদ্ব্দ্ধু করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বুধবার উপজেলা পরিষদের ক্ষনিকা সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য ,কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য,পুষ্টি এবং জেন্ডার বিষয়ে প্রশিক্ষনপ্রদান করেন পরিবার পরিকল্পনা বিভাগের গাজীপুরের উপ-পরিচালক মিসেস লাজু শামসাদ হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শরমিন, পরিবার পরিকল্পনা বিভাগের আইই এম ইউনিটের মনিটরিং কর্মকর্তা প্রবীর কুমার সেন, মেডিকেল অফিসার ডা: মুনজুরুল আলম। কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার,সহকারী কমিশনার ভূমি ফাতিমা তুজ জোহরা । কর্মশালায় অংশগ্রহন করেন শিক্ষক,সাংবাদিক, পেশাজীবি,যুব সংগঠনের সদস্য ও স্থানীয় ব্যাক্তিবর্গ।