জাতীয়
  মহান বিজয় দিবস
  17-12-2018
আজ মহান বিজয় দিবস। ৪৭ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। তার আগে দীর্ঘ ৯ মাসের জনযুদ্ধে ৩০ লাখ প্রাণ ঝরেছে। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের সেই মহান শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। সারা দেশে নানা আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিজয় দিবস।

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট, সকাল সাড়ে ১০টা, ১৬ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদদেখে মনে হয় ভাস্কর্য। কিন্তু আসলে দাঁড়িয়ে আছে তিন শিশু। হাতে উড়ছে বিজয়ের পতাকা। সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট, ১৬ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদবিজয় দিবসে সিলেটের সাইক্লিস্টরা। চৌহাট্টা, সিলেট, সকাল ৯টা, ১৬ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদবিজয় দিবসে বাংলাদেশের পতাকা। কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ খোকন শিশু উদ্যান, বগুড়া, ১৬ ডিসেম্বর। ছবি: সোয়েল রানাপতাকা হাতে শহীদ মিনারে এসেছে শিশুটি। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ১৬ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদপতাকা হাতে শিশুদের ডিসপ্লে। খুলনা জেলা স্টেডিয়াম, খুলনা, ১৬ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেনস্কুলের শিক্ষার্থীদের পতাকা প্রদর্শন। চিংহ্লা মং মারী স্টেডিয়াম, রাঙামাটি, ১৬ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমাপতাকা হাতে শহীদ মিনারে এসেছে শিশুটি। কেন্দ্রীয় শহীদ মিনার, চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর। ছবি: জুয়েল শীল