অধিকারের প্রতিবেদন
  নারী জগতের অহংকার নাজিরপুরের ইউএনও
  03-11-2018

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর - নাজিরপুরে জন্মের ২১ দিন পরে মা হারা দরিদ্র পরিবারের সন্তান সূর্য বড়ালের দায়িত্ব নিয়ে মানবীয় ও নারী জগতের অহংকার, প্রমান করলেন নাজিরপুরের ইউএনও রোজী আক্তার। নাজিরপুর উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের বেকারখাল গ্রামের স্বপন বড়ালের ছেলে সমুদ্র বড়াল জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালান। চলতি বছরের ৩ জুলাই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্স এ সমূদ্র বড়ালের স্ত্রী তারামনি বড়াল একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং তারামনি অসুস্থ থেকে গুরুতর অসুস্থ হয়ে পরে। অর্থের অভাবে একরকম চিকিৎসা না পেয়েই ২৭ জুলাই তারামনি মারা যায়। এরপর সমূদ্র বড়ালের বৃদ্ধ মা মালতি বড়াল শিশু সূর্য বড়ালকে লালন-পালন করতে থাকেন। মা হারানো ঐ শিশুটিকে দুধ কিনে খাওয়ানোর মত আর্থিক সচ্ছলতা না থাকায় ক্রমে খাবারের অভাবেই শিশুটি অসুস্থ হয়ে পরে। এ অবস্থায় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের কোন এক রবিবার শিশুটিকে নিয়ে সাহায্যের জন্য ইউএনও এর কাছে আসেন। ইউএনও রোজী আক্তার সবকিছু শুনে শিশুটির ভরন-পোষনের জন্য মালতির হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন এবং শিশুটির ভরন-পোষন সহ চিকিৎসার দায়িত্ব নেন। প্রতিনিধির সাথে উপজেলা চত্ত্বরে কথা হলে মালতি বড়াল বলেন মা হারানো অসহায় শিশুটিকে বাচানোর আর কোন পথ ছিলনা, ঠিক এমন সময় ইউএনও শিশুটির দায়িত্ব নেওয়ায় নিশ্চিন্ত হয়েছি। ইউএনও রোজী আক্তার বলেন শিশুটি অসচ্ছল পরিবারের সন্তান। ঐ পরিবারের পক্ষে শিশুটিকে দুধ কিনে খাওয়ানো বা চিকিৎসা করানোর সামর্থ্য নাই। মানবিক দায়িত্ববোধ থেকে আমি শিশুটির দায়িত্ব নিয়েছি। এরূপ একটি দৃষ্টান্ত নাজিরপুর বাসীকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে।নারী জগতের অহংকার নাজিরপুরের ইউএনও