বিনোদন
  দুই বাংলার তারকার নাচের লড়াই
  03-11-2018

বাংলাদেশ ও কলকাতার টেলিভিশন এবং চলচ্চিত্রশিল্পীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে ও উভয় বাংলার সংস্কৃতির ঐতিহ্যের ধারা দুই বাংলার টেলিভিশন দর্শকের মধ্যে তুলে ধরার জন্যই নির্মিত হয়েছে নাগরিক টিভির নাচের রিয়েলিটি শো `বাজল ঝুমুর তারার নূপুর`। যার মূল প্রতিযোগিতায় দুই দেশ থেকে ১২ জন তারকা অভিনেত্রী অংশ নিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে আছেন ছয় তারকা- ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা ও সাফা কবির। আর কলকাতার শিল্পীদের মধ্যে আছেন- রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি। গতকাল দুপুরের এ আয়োজনের প্রাকপ্রদর্শনী অনুষ্ঠিত হয় রাজধানীর ঢাকা ক্লাবে। প্রাক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কলকাতা ও বাংলাদেশের প্রতিযোগীরা। এ আয়োজনের শুরুতে `বাজল ঝুমুর তারার নূপুর`-এর উল্লেখযোগ্য অংশ দেখানো হয়। এর পর অংশগ্রহণকারী প্রতিযোগীরা অনুষ্ঠান ঘিরে তাদের স্মৃতি তুলে ধরেন। এই রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসেবে আছেন বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন এবং কলকাতার অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায়। বিভিন্ন পর্বে বাংলাদেশ থেকে অতিথি বিচারক হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস, সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, অভিনেতা তৌকীর আহমেদ ও সজল। আর কলকাতা থেকে সঙ্গীতশিল্পী জোজো, অনিন্দা, শ্রীলেখা মিত্র ও নৃত্যবিশারদ তনুশ্রী শংকর। ৭২ পর্বের এই আয়োজনটি যৌথভাবে উপস্থাপনা করেছেন বাংলাদেশের মাসুমা আক্তার নাবিলা ও কলকাতার সৌরভ। প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় নাগরিক টিভিতে প্রচার হচ্ছে এটি। সর্বশেষ গত ৮ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় বাংলাদেশ দল এগিয়ে আছে।