অধিকারের প্রতিবেদন
  গণ আজাদী লীগের আলোচনা সভায় মোহাম্মদ নাসিম ৭১ ও ৭৫ খুনিরা যেন ক্ষমতায় আসতে না পারে
  01-09-2018

মানবাধিকার খবর প্রতিবেদনঃ-
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাত্তর ও পঁচাত্তরের খুনি ও তাদের পৃষ্ঠপোষকরা যেন আগামী নির্বাচনে ক্ষমতায় না পারে সেজন্য দেশবাসীসহ ১৪ দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, তারা ক্ষমতায় এলে দেশ আবার অন্ধকারে চলে যাবে, দেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসী আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে শেখ হাসিনাকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণআজাদী লীগ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও মহান জাতীয় নেতা মাওলানা আবদুর রশিদ তর্ক বাগিস এর ৩২ তম প্রয়ান দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নিন। মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে কে আসলো, না আসলো তাতে কিছু যায় আসে না। তবে আমরা আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, খুনিদের সঙ্গে কোনো আপোষ করবে না আওয়ামী লীগ।

গণআজাদী লীগের সভাপতি এসকে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাসদের নাজমুল হক প্রধান এমপি, আবদুল আউয়াল এমপি, বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান, ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গণ আজাদী লীগের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।