সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায় ও শিশুশ্রম রোধে সচেতনতামূলক কনসার্ট ‘কনসার্ট ফর চিলড্রেন’র আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডিসট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআইআই)। অনুষ্ঠানে ডিসিআইআইর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ববিতা। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ইংরেজি ভাষায় ববিতার গঠনমূলক বক্তব্য সবাইকে উৎসাহিত করে। ববিতা বলেন, ‘প্রায় দশ বছর ধরে ডিসিআইআইর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও ডিসিআইআইর হয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করে আসছি। যারা আমাকে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রেখেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা চাইলেই যার যার অবস্থানে থেকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পারি। সবাই পাশে দাঁড়ালেই সুবিধাবঞ্চিত শিশুরাও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।’
|