সম্পাদকীয়
  ফটো ফিচার
  18-04-2018

গত ৪ এপ্রিল বিশিষ্ট আইনজীবি, আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, ঢাকা বার কাউনসিলের ফাইনান্স কমিটির চেয়ারম্যান, মানবাধিকার খবরের সন্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শ.ম. রেজাউল করিম অসমান্য কৃতিত্ব সিনিয়র আডভোকেট পদমর্যাদা লাভ করায় মানবাধিকার খবর পত্রিকার পক্ষ থেকে ফুলের শুভেচছা জানানো হয়। এ সময় পত্রিকার সন্মানিত উপদেষ্টা, প্রতিনিধি, কর্মকর্তা- কর্মকারীগন  উপস্থিত ছিলেন।
 

গত ৭ এপ্রিল সন্ধ্যায় গুলশান নর্থ কøাব লি: এ রোটারী ক্লাব অব গুলশান লেকসিটির উদ্যোগে রোটারিয়ান মোঃ রুবায়েত হোসেন রোটারী ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩২৮১ এর রোটারী ইয়ার-২০২০-২০২১ ডিষ্ট্র্রিক্ট গভর্নর নমিনি ডেজিনেটেড হওয়ায় ও সাদিয়া রহমান সাথী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনের পর ২০১০ সালে ইউনিলিভার বাংলাদেশের ইমপোর্ট প্লানার হিসাবে যোগদান করেন। বর্তমানে সে চারটি উপ বিভাগ এবং বিশ জন ম্যানেজারসহ লজিসটিক ডিপার্টমেন্ট নেতৃত্ব দান করছেন। উল্লেখ্য, ইতিপূর্বে ইউনিলিভার বাংলাদেশ তথা বাংলাদেশের অন্য কোন শিল্পে  কোন নারী এই পদে অধিষ্ঠিত হতে পারেন নাই। তিনিই প্রথম নারী হিসাবে এই পদে অধিষ্ঠিত  হয়েছেন যে কারনে ইউনিলিভার বাংলাদেশ সাদিয়াকে একজন গেম চেঞ্জার নারী হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাদের ওয়েব সাইটে নিউজ আকারে প্রকাশ করেছেন। আরও উল্লেখ্য, ইতিমধ্যে বাংলাদেশ ব্রান্ড ফোরাম আন্তর্জাতিক নারী দিবসে তাকে প্রগ্রেছিং উয়েমেন লিডার হিসাবে সম্মাননা দিয়েছেন।এ উপলক্ষে তাদের সংবর্ধনা আয়োজন করে। সাদিয়া রহমান সাথী রোটারিয়ান মজিবুর রহমান মৃধা এবং মিসেস সুলতানা রহমানের জৈষ্ঠ্য ও একমাত্র কন্যা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিউলি হক, মোঃ কামাল উদ্দিন ও শর্মী। অনুষ্ঠানে রোটারিয়ান ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।