বিশেষ প্রতিবেদন
  বিদায় বীরমাতা ফেরদৌসী প্রিয়ভাষিণী
  04-04-2018


নির্যাতিত হয়েছিলেন একাত্তরে, জীবন থেমে থাকেনি তার পরও। দুর্বিষহ অতীত ভুলে সামনের দিকে এগিয়ে এসে তিনি হয়েছিলেন একাত্তরের নির্যাতিতদের মুখপাত্র। কাঠের মাঝে জীবনের নতুন অর্থ খুঁজে নেওয়া মুক্তিযোদ্ধা ভাস্কর সেই ফেরদৌসী প্রিয়ভাষিণীর জীবন প্রদীপ নিভে গেল। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী আহসানউলল্লাহ, তিন ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আইনমন্ত্রী আনিসুল হক এমপি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানমূহ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।