মানবাধকিারের কথা
  সাদিয়া রহমান সাথীর অসামান্য সাফল্য
  04-04-2018

॥ মানবাধিকার খবর প্রতিবেদন ॥
সাদিয়া রহমান সাথী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনের পর ২০১০ সালে ইউনিলিভার বাংলাদেশের ইমপোর্ট প্লানার হিসাবে যোগদান করেন। বর্তমানে সে চারটি উপ বিভাগ এবং বিশজন ম্যানেজারসহ লজিসটিক ডিপার্টমেন্ট নেতৃত্ব দান করছেন। উল্লেখ্য, ইতিপূর্বে ইউনিলিভার বাংলাদেশ তথা বাংলাদেশের অন্য কোন শিল্পে  কোন নারী এই পদে অধিষ্ঠিত হতে পারেন নাই। তিনিই প্রথম নারী হিসাবে এই পদে অধিষ্ঠিত  হয়েছেন যে কারনে ইউনিলিভার বাংলাদেশ সাদিয়াকে একজন গেম চেঞ্জার নারী হিসেবে অখ্যায়িত করেছেন এবং তাদের ওয়েব সাইটে নিউজ আকারে প্রকাশ করেছেন। আরও উল্লেখ্য, ইতিমধ্যে বাংলাদেশ ব্রান্ড ফোরাম আন্তর্জাতিক নারী দিবসে তাকে প্রগ্রেছিং উয়েমেন লিডার হিসাবে সম্মাননা দিয়েছেন। সাদিয়া রহমান সাথী রোটারিয়ান মজিবুর রহমান মৃধা এবং মিসেস সুলতানা রহমানের জৈষ্ঠ্য ও একমাত্র কন্যা। অপরদিকে রোটারী ক্লাব অব লেকসিটি আগামী ৭ এপ্রিল গুলশান নর্থ ক্লাবে তার এ অসামান্য অবদানের জন্য সংবর্ধনার আয়োজন করেছে।