রাজনীতি
  ইউপি সদস্যের ৬ মাসের কারাদন্ড
  04-04-2018

॥ এস এম সামছুর রহমান, বাগেরহাট ॥
বাগেরহাটের কচুয়া মোসাঃ সেতারা বেগম ওরফে নাজমা শিকদার নামের এক সংরক্ষিত নারী ইউপি সদস্যকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। একই সময় আদালত তাকে ২লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে। বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ মোঃ জাকারিয়া হোসেন এই আদেশ প্রদান করেন।  মোসাঃ সেতারা বেগম কচুয়া উপজেলার  গোপালপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬  ওয়ার্ডের সদস্য এবং  বক্তারকাঠি গ্রামের মৃত ফজলু শিকদারের মেয়ে। রায় ঘোষনার সময় মামলার একমাত্র আসামী সেতারা বেগম আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরনে জানা যায়, কচুয়া উপজেলার ইউপি সদস্য সেতারা বেগম বক্তারকাঠি গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে মোঃ চাঁন শেখ ওরফে ইদ্রিস আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী করার জন্য ইট, বালী, রড, সিমেন্ট বাকীতে ক্রয় করেন। এসময়ে সেতারা বেগম ব্যবসায়ী চাঁনকে বাংলাদেশ কৃষি ব্যাংক বাধাল বাজার শাখার ২লাখ ৬০ হাজার টাকার একটি  চেক দেন। পরে ওই টাকা দিতে অস্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক মোঃ চাঁন শেখ ওরফে ইদ্রিস আলী বাদী হয়ে আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায়  দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি সাহা অসীম কুমার ও আসামী পক্ষে আইনজীবি ছিলেন শহিদুল ইসলাম বিপ্লব।