রাজনীতি
  টাঙ্গাইল -৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. অধীর চন্দ্র সরকার
  02-04-2018

॥ এস কে সরকার, টাঙ্গাইল ॥
আগামী একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামীলীগের  মনোনয়ন  পেতে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্র্র্র্রীয় কমিটির সহ-সভাপতি,বিশিষ্ট শিক্ষক নেতা,  সমৃদ্ধ ঘাটাইল, ঢাকা এর  আহবায়ক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা  পরিষদের কেন্দ্রীয়  যুগ্ম সাধারণ সম্পাদক, টাঙ্গাইল ফাইন্ডেশন, ঢাকার কেন্দ্রীয় নির্বাহী  সদস্য,
বিশিষ্ট শিক্ষাবিদ   প্রফেসর ড. অধীর চন্দ্র সরকার এখন ব্যাপক আলোচনায়। দলীয় ও স্থানীয় সূত্রমতে, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এবার পরিবর্তনের হাওয়া বইছে। আর জনমুখী নানা ইতিবাচক কর্মকা- আর সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকা প্রফেসর ড. অধীর চন্দ্র সরকার দলীয় মনোনয়নের বিষয়ে বিভিন্ন ভাবে এগিয়ে আছেন। আগামী জাতীয় সংসদ  নির্বাচনে এই আসনে তিনিই নৌকা  প্রতীকের লড়বেন এটা প্রায় নিশ্চিত। তাই সুখে-দুঃখে জনতার পাশে থাকা দলীয় কর্মকা- ও আন্দোলনে অন্যতম সাহসী ভূমিকা পালনকারী প্রফেসর ড.অধীর চন্দ্র সরকার কে নিয়ে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের দলীয় নেতাকর্মীরা স্বপ দেখতে শুরু করেছেন। বিভিন্ন ইতিবাচক কর্ম আর বিচক্ষণ নেতৃত্বগুণে ইতোমধ্যে টাঙ্গাইল-৩ তথা ঘাটাইল  বাসীর আস্থা ও ভালাবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। তিনি তার নিজ নির্বাচনী এলাকায় নানান কর্মকা-ে বহুদিন থেকেই নিজেকে  নিয়োজিত রেখেছেন।  তিনি নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানা গেছে। অন্যদিকে, এই নির্বাচনী এলাকার জনগণও তাকে সাদরে গ্রহণ করছে বলেও জানিয়েছে বিভিন্ন সূত্র। এ ব্যাপারে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের অনেকেই বলেন,প্রফেসর ড.অধীর চন্দ্র সরকার  এ আসনের জনসাধারণকে যেভাবে বুকে জড়িয়ে নিয়ে, তাদের সুখে-দুঃখে পাশে থাকেন, তা সত্যি অভূতপূর্ব। এছাড়া সে হাসি মুখে অনেকেরই মন জয় করে নিয়েছেন। তাই আমরা তাকেই আগামীতে সংসদ নির্বাচনে এই টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি হিসেবে পেতে চাই। এ ব্যাপারে প্রফেসর ড.অধীর চন্দ্র সরকার বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের পাশে থেকে তাদের আশা-আকাক্সক্ষার কথা  জেনেছি। সাধ্যমত তাদের সেবা করেছি। ঘাটাইল বাসীর প্রাণের দাবি ঘাটাইল কে জেলা ঘোষণা, একটি পূর্ণাক্সগ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, একটি সরকারী মেডিক্যাল কলেজ  স্থাপন, ঘাটাইলে  আবাসিক গ্যাস সংযোগ, শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন, সন্ত্রাস,মাদকও ভেদাভেদ হীন আধুনিক ঘাটাইল প্রতিষ্ঠার লক্ষে আমি রাত দিন কাজ করে যাচ্ছি।  এবার দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। দলীয় কর্মকা-ে ও আন্দোলনে আমি জাতীয় পর্যায়ে সাহসী ভূমিকা পালনে সদা সচেষ্ট থেকেছি। আর আমি সারা জীবন মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করি। অন্যদিকে, প্রফেসর ড. অধীর চন্দ্র সরকার  নির্বাচনে দলীয় মনোনয়ন  পাবেন বলে দৃঢ় আশাবাদী তার সমর্থকরা। তারা বলেন, তিনি নির্বাচনী এলাকায় নিয়মিত দলীয় কর্মসূচি সহ পথসভা, মতবিনিময়, গণসংযোগ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আর তিনিই দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের পাশে রয়েছেন। বিভিন্ন দুর্ঘটনা কবলিতদের নিয়মিত খোঁজখবর রাখেন। তাই তিনিই এবার  মনোনয়নের দাবিদার। তার বড় ভাই স্বগীয় নিতাই চন্দ্র সরকার  ছিলেন ঘাটাইলের মাটি ও মানুষের প্রিয় জন  নেতা মরহুম শামসুর রহমান খান শাজাহানের ঘনিষ্ঠ সহযোগী ও দিগড় ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তারা আরও বলেন, বিগত দিনে দলের জন্য তিনি ও তার পরিবারের সদস্যরা অনেক  অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার ত্যাগ ও ব্যক্তিগত ক্লিন ইমেজের কারণে তিনি মনোনয়ন  পেলেই এমপি নির্বাচিত হবেন। আর তার পিতা বিশিষ্ট গণিত শিক্ষক বাবু মণিন্দ্র মোহন সরকার  ও মাতা স্বগীয় অঞ্জলি সরকার । তার বাড়ী টাঙ্গাইল  জেলার ঘাটাইল উপজেলার দিগড়  ইউনিয়নের গরাট্্র  গ্রামে ।