অধিকারের প্রতিবেদন
  মাতৃভাষা দিবসেও মধুপুুরে শিশু ধর্ষণ
  02-04-2018

॥ হাফিজুর রহমান, টাঙ্গাইল ॥
মাতৃভাষা দিবসেও ধর্ষনের হাত থেকে রক্ষা পেল না টাঙ্গাইলের মধুপুরে ছয় বছরের এক শিশু। ধর্ষণের অভিযোগে ধর্ষক আকাশ দাসকে(১৭) আটক করেছে পুলিশ।
 বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে মধুপুরের রক্তিপারায় ধর্ষণের পর ওই শিশুকে অসুস্থাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। ধর্ষক আকাশ দাস মধুপুরের রক্তিপারার ভজন চন্দ্র দাসের ছেলে। ধর্ষিতার দাদী জানান, তাদের বাড়ির পাশেই আকাশ দাসের বাড়ী। ওদের বাড়ীতে কেউ না থাকায় টিভি দেখার কথা বলে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে আকাশ দাস। পরে শিশুটির আর্তচিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অবুঝ শিশুটিকে টিভি দেখার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। প্রাথমিক অবস্থায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষক আকাশ দাসকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
 আর শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।