সারাদেশ
  বই উপহার দিচ্ছেন প্রথম আলো’র প্রবীন সাংবাদিক
  02-04-2018

গত ২৭ ফেব্রুয়ারী কলকাতা উপ-দূতাবাসের প্রেস সেক্রেটারী মোফাক্কারুল ইকবালকে নিজ লেখা “সংবাদ থেকে ভোরের কাগজে কলকাতা” নামক বই উপহার দিচ্ছেন প্রথম আলো’র প্রবীন সাংবাদিক ও লেখক অমর সাহা। এসময় মানবাধিকার খবরের সম্পাদক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন, সাংবাদিক অনিতা চৌধুরী, সংগীত শিল্পী অঞ্জনা রায় উপস্থিত ছিলেন।


গত ১৬-১৭ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২দিনব্যাপী রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখছেন বিদ্যুত প্রতিমন্ত্রী নছরুল হামিদ ও রোটারী ডিষ্ট্রিক্ট গভর্নর এফ.এইচ আরিফ। দু’দিনব্যাপী সম্মেলনে দেশী-বিদেশী অসংখ্য রোটারিয়ান সদস্যবৃন্দ অংশ গ্রহন করে। উক্ত সম্মেলনে মোঃ রুবায়েত হোসেনকে রোটারী ইয়ার-২০২০-২০২১ ডিষ্ট্র্রিক্ট গভর্নর নমিনি ডেজিনেটেড করা হয়।


গত ১৫মার্চ সন্ধ্যায় কলকাতায় হোটেল গ্র্যান্ড অভেরয় বিশিষ্ট শিল্পীবৃন্দ মানবাধিকার খবরের অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদান উপলক্ষে সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামী এপ্রিলে মানবাধিকার খবরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।














গত ২৪-২৫ফেব্রুয়ারী কলকাতার বৈলপুর শান্তি নিকেতনে রোটারি ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩২৪০ এর মাল্টিডিষ্ট্রিক্ট লিটারেসী মিট-২০১৮ অনুষ্ঠিত হয়। গীতাঞ্জলী অডিটোরিয়ামে রোটারী ক্লাব অব বৈলপুর-শান্তি নিকেতন আয়োজিত সেমিনারে বিভিন্ন দেশের রোটারিয়ানগণ অংশ গ্রহন করে। সম্পাদকের সাথে দেশী-বিদেশী সম্মানিত রোটারিয়ানবৃন্দ।


গত ৯মার্চ রোটরী ক্লাব অব গুলশান লেকসিটির উদ্যোগে বার্ষিক বনভোজন গাজীপুর হোতাপাড়ার মনিপুর সিলভার লাইন কম্পেজিট টেক্সটাইল মিলস রিসোর্টে অনুষ্ঠিত হয়। ছবিতে; সিলভার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম.এ.এইচ সেলিম গুলশান লেকসিটির সম্মানিত রোটারিয়ান ও তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তাকে ক্লাবের পক্ষে সৌজন্য উপহার প্রদান করা হয়। এছাড়া অন্য গ্রুপ ছবিতে, বনভোজনে উপস্থিত সকল রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্য বৃন্দদের দেখা যাচ্ছে।