বিনোদন
  মামলা নিয়ে মুখ খুললেন শাকিব
  11-01-2018

॥ মানবাধিকার খবর প্রতিবেদন ॥
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান তার বিরুদ্ধে করা এক যুবকের মানহানি মামলা নিয়ে মুখ খুলেছেন।
 তিনি বলেন, ‘মামলার বিষয়টি  দেখবেন ছবির প্রযোজক, পরিচালক। এখানে আমার কোনো দায় থাকতে পারে না।
আমি একজন অভিনেতা। ছবির পরিচালক যেভাবে বলেছেন, ছবির স্ক্রিপ্ট অনুযায়ী আমি সেভাবেই সংলাপ বলেছি। এখানে আমার দোষ কোথায়? আর মামলার কোনো কাগজপত্রও আমি পাইনি। এ নিয়ে বেশি কিছু বলার নেই আমার।’
শাকিব খানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করেছেন হবিগঞ্জের রাজমিস্ত্রি ইজাজুল মিয়া। হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারক হাকিম শম্পা জাহানের আদালতে ইজাজুল মামলাটি করেছেন।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইজাজুল ইসলামের দাবি ‘রাজনীতি’ ছবিতে শাকিব তার নায়িকা অপু বিশ্বাসকে যে  মোবাইল ফোন নম্বর দিয়েছেন সেটি তার নাম্বার।
ছবিটি মুক্তির পর থেকে শাকিব খানের নাম্বার মনে করে অগণিত লোক তাকে ফোন করে বিরক্ত করছে। এতে তার সংসার ভাঙারও উপক্রম হয়েছে।  
আর এ নিয়ে চরম বিপাকে পড়ায় শাকিবসহ রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের নামে ৫০ লাখ টাকার মামলা দায়ের করেছেন তিনি।
মামলাটি যখন দায়ের করা হয় তখন শাকিব একটি ছবির শুটিংয়ে অংশ নিতে  দেশের বাইরে ছিলেন। দেশে ফেরেন তিনি। একটি প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে স্থানীয় এক হোটেলে গেলে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লিøখিত মামলার বিষয় নিয়ে মন্তব্য করেন শাকিব খান।
এই শীর্ষ নায়ক বলেন, একজন অভিনেতা হিসেবে নির্মাতার নির্দেশনা ও স্ক্রিপ্ট মেনে কাজ করাই তার কাজ।
বাকি দায়দায়িত্ব নির্মাতার। বিষয়টি যখন আদালত পর্যন্ত গড়িয়েছে তাই এ নিয়ে আর কিছু বলতে চাই না।