রাজনীতি
  প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার উকিল নোটিশ
  11-01-2018

॥ মানবাধিকার খবর ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সৌদি আরবে খালেদা জিয়ার সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর করা সাম্প্রতিক বক্তব্যের জের ধরে এই উকিল নোটিশ পাঠানো হয়। খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন  খোকন এই নোটিশ পাঠান বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানিয়েছেন। সৌদি আরবে বিপুল সম্পদ পাচারের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের নাম উঠে আসার খবর সম্প্রতি বিদেশী গণমাধ্যমে প্রকাশিত হলে তা বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়। এরপর কম্বোডিয়া সফর শেষে ফিরে গণভবনে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই প্রসঙ্গটি তুললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কথা বলেন। এ সংক্রান্ত খবর দেশের আরও অনেক সংবাদ মাধ্যমে না আসায় তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মালিক-সম্পাদক, সাংবাদিকরা কোনও সুবিধার বিনিময়ে এধরনের খবর প্রকাশ করা থেকে বিরত  থেকেছেন কি-না সে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। উকিল নোটিশে বলা হয়েছে, ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নি:শর্ত ক্ষমা চাইতে হবে এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে তা করা না হলেও ক্ষতিপূরণের মামলা করা হবে বলেও জানানো হয়েছে।
অপর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো আইনি  নোটিশ প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা  নেবে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলন থেকে এমন হুমকি দিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন- বিএনপি নেত্রীর দুর্নীতির তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে বেরিয়ে আসায় জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই এই নোটিশ। তাছাড়া, জিয়া পরিবারের দুর্নীতি সর্বজনবিদিত।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। মানহানিকর বিবৃতি দেয়ার কথা উল্লেøখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল  নোটিশ পাঠানোর প্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। সেখানে প্রচার সম্পাদক হাছান মাহমুদ ছাড়াও উপস্থিত ছিলেন  প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে হাছান মাহমুদ আরও বলেন- খালেদা জিয়ার আমলে বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রের ২ লাখ কোটি টাকার ক্ষতি করেছে খালেদা পরিবার।  প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরি বলেছেন- আইনের মাধ্যমে এই আইনি নোটিশের  মোকাবেলা করবে আওয়ামী লীগ।