জাতীয়
  তাজরিন ট্র্যাজেডির পাঁচ বছর স্মরণ করলো নিহতদের শোকার্ত সহকর্মীরা
  10-12-2017

॥ সৈয়দ তানভীর আহমেদ রনি ॥

আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনস ট্র্যাজেডির পাঁচ বছর পূর্ন হলো ২৪ নভেম্বর। ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় ১১২ জন পোশাক শ্রমিক পুড়ে মারা যায়। তবে নিহতের সংখ্যা আরও বেশি। এ ঘটনায় এখনও বহু সংখ্যক শ্রমিক নিখোঁজ রয়েছেন। দূর্ঘটনায় নয় তলা ভবনের ছয় তলা পর্যন্ত পুরোপুরি আগুনে ভূস্মিভূত হয়।

ভয়াবহ এই ঘটনার শিকার শ্রমিকদের কেহ কেহ সামান্য ক্ষতিপূরণ পেলেও অনেক শ্রমিকের পরিবারক্ষতিপূরণ পায় নাই। শোকাবহ এই দিনে নিহত শ্রমিকদের স্মরণে গার্মেন্টস শ্রমিকদের একাধিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এর মধ্যে ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) তাজরিন ফ্যাশনের মালিক সহ সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নিরাপদ কর্মস্থল করার দাবী করেছেন।