আন্তর্জাতিক
  বিহারে নতুন ফরমান বিয়েতে পণ নিলে চাকরি যাবে সরকারি কর্মচারিদের
  14-12-2017

॥ দিশা বিশ্বাস, কলকাতা ॥

ভারতের বিহার রাজ্যে মুখ্যমন্ত্রী নিতীশ বুমার এক ফরমান জারি করে বলেছেন, বিহারের কোনও সরকারি কর্মচারি বিয়ের সময় পণ নিলে তাদের খোয়াতে হবে চাকরি। বিহারে এখনো অবিবাহিত সরকারি কর্মচারির প্রচুর চাহিদা মেয়ের বাবামাদের কাছে। মেয়ে পক্ষ প্রচুর অর্থ পণ দিয়ে এক প্রকার কিনে নেয় ওইসব সরকারি কর্মচারিদের জামাই হিসাবে।

তাই মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বিহারে পণপ্রথা রোধ এবং বাল্যবিয়ে রোধ করতে এই নতুন ফরমান জারি করেছে। এখন থেকে কোনও সরকারি কর্মচারি বিয়ের সময় পণ গ্রহণ করলে রাজ্য সরকার ওই কর্মচারিকে বরখাস্ত করে দেবে। বিহারে এখনো সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময় সকলকে এই মর্মে শপথ নিতে হয়, তারা নিজেরা বা নিজের ছেলে মেয়ের বিয়েতে কোনও পণ নেবেনা। বা বাল্য বিয়েও দেবেনা। বিহারের নারী উন্নয়ন দপ্তরের তরফে বিভিন্ন সরকারি দপ্তরে এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হচ্ছে। অন্যদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি বলেছেন, বাল্য বিয়ে বন্ধ করার জন্য, ’বন্ধন তোড়’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে।এই অ্যাপে থাকবে একটি এসওএস বোতাম। যদি কাউকে মতের বিরুদ্ধে নাবালিকা অবস্থায় জোর করে বিয়ে দেওয়ার চেস্টা করা হয়, তাহলে সেই মেয়েরা এই অ্যাপের মাধ্যমে প্রশাসনের সাহায্য নিতে পারবে।