জাতীয়
  জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের এক্সক্লুসিভ সাক্ষাৎকার
  27-11-2017


গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কাজী রিয়াজুল হক মানবাধিকার খবরকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রদান করেন।

সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ও বিশ্বের বর্তমান মানবাধিকার পরিস্থিতির সামগ্রিক অবস্থা, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের ৩০টি ধারার প্রয়োজনীয়তা , বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি সামগ্রিকভাবে অবস্থা, মায়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নিধন ও হত্যা নির্যাতনসহ বহিঃ বিশ্বের বর্তমান মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মন্তব্য ও পরামর্শ প্রদান করেন।

এছাড়াও বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমার সীমান্তে প্রতিদিন বাংলাদেশীদের হত্যা নির্যাতনসহ সবধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। হত্যা নির্যাতন বন্ধে উভয় দেশ উদ্যোগ নিলেও কোন কাজে আসছে না এ ব্যাপারে তার মন্তব্য ও পরামর্শ প্রদান করেন।

কোন প্রতিবন্ধকতা ছাড়াই স্বাধীনভাবে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারছে কিনা, জাতীয় মানবাধিকার কমিশন, সমাজে মানবাধিকার প্রতিষ্ঠায় ও সচেতনতা বৃদ্ধির লক্ষে কি কি কাজ করছে, ভবিষ্যতে কি ধরনের কাজ করতে চায় এ ব্যাপারে তার গুরুত্বপূর্ণ মন্তব্য ও পরামর্শ প্রদান করেন।

মানবাধিকার বিষয়ক বিশ্বের একমাত্র নিয়মিত সৃজনশীল জনপ্রিয় বাংলা প্রকাশনা মানবাধিকার খবর তার লেখনী ও সংবাদ প্রকাশের মাধ্যমে অধিকার বঞ্চিত অসহায় মানুষের সেবা প্রদান করছে। এ ছাড়া দেশ-বিদেশ থেকে নারী ও শিশু উদ্বার, আইনি সহায়তা, চিকিৎসা, শিক্ষা, সংস্কৃতি, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ ও দরিদ্রদের সহায়তাসহ নানাবিদ সামাজিক কাজ করে যাচ্ছে। মানবাধিকার খবরের কর্মকান্ড সম্পর্কে তার মন্তব্য ও পরামর্শ প্রদান করেন।

বিস্তারিত পড়ুন ডিসেম্বর ২০১৭ এর সংখ্যায়।