খেলাধুলা
  আদালতের রায়ে গেইল নির্দোষ
  01-11-2017

॥ মানবাধিকার খবর প্রতিবেদন ॥

জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ইংল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজ খেলে এসছেন বেশ কয়েকদিন হলো। বর্তমানে টেস্ট নিয়ে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ, গেইল অনেক বছর ধরে এই ফরম্যাটে খেলছেন না। ফ্রেঞ্চাইজি ভিত্তিক নামকরা টি-টোয়েন্টি লিগগুলোও হচ্ছে না কোথাও। তারপরও ক্রিস গেইল নামটা খবরের শিরোনামে।

স্বাভাবিকভাবেই খবরের কারণটা মাঠের নয়, মাঠের বাইরের অনেকদিন যাবত ব্যাট হাতে আগের সেই ‘খুনে গেইলে’র দেখা নেই। সেই কারণেই হয়তো মাঠের বাইরের বিতর্কগুলো একসাথে ছেকে ধরেছে ক্যারিবিয়ান ব্যাটিং দানবকে! অস্ট্রেলিয়ার এক ক্রীড়া সাংবাদিককে লাইভে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে বড় বিড়ম্বনা পোহাতে হয়েছে গেইলকে। ‘ গেইলের চরিত্র এমনই’ বলে অনেকেই অতীত নিয়েও খুঁচিয়েছে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছিল নতুন এক বিতর্ক। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে প্রকাশ হয়, থেরাপি নেওয়ার সময় এক নারী থেরাপিস্টকে তোয়ালে খুলে গোপনাঙ্গ দেখিয়েছিলেন গেইল। ঘটনা সত্য নয় দাবি করে এতে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে এই মর্মে মামলা ঠুকে দিয়েছিলেন গেইল। অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স গ্রুে পর কয়েকটি পত্রিকার বিরুদ্ধে করা সেই মামলায় জয় পেয়েছেন গেইল।

নিউসাউথ ওয়েলসের আদালত গেইলের পক্ষে রায় দিয়েছেন। ঘটনার সত্যতা প্রমাণিত না হওয়াতে গেইলকে নির্দোষ হিসেবে রায় দিয়েছেন আদালত। আদালতের রায় শোনার পর গেইল বেজায় খুশি। ক্যারিবিয়ান দানব বলেছেন, ‘অবশেষে আমি খুবই আনন্দিত। এটা খুবই আবেগী একটি মুহূর্ত। আমি ভালো লোক। আমি দোষী নই।’