জাতীয়
  বহিঃবিশ্বে সুনাম অর্জন শত বছরের ভাসমান সবজী ক্ষেত
  01-10-2017

 মোঃ হুমায়ুন কবির, নাজিরপুর

দেশের দক্ষিনাঞ্চল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার উত্তরাঞ্চল পতিত জমিতে বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা থাকায় এখানকার চাষীরা অর্থনৈতিকভাবে খুবই অসহায়ত্ব দিন যাপন করতো । এমন কি জমির বাইরেও বসবাসরত বাড়িঘর ও পানিতে তলিয়ে থাকতো । আজ থেকে শত বছর আগে এখানকার চাষীরা তাদের বিকল্প চিন্তা চেতনা মননশীলতা ও মেধা কাজে লাগিয়ে পতিত জমিতে প্রাথমিকভাবে শুরু করে জলাবদ্ধ জমির উপর ভাসমান সবজী চাষ ।

তা ক্রমশ সফলতার মুখ দেখতে শুরু করে । এটি অত্যন্ত লাভজনক হওয়ায় এই ভাসমান সবজী ক্ষেত সিলেট, গোপালগঞ্জ, ফরিদপুর সহ দেশের বিভিন্ন হাওড় এলাকা ও বন্যা কবলিত নিম্ন এলাকায় এ সবজী ক্ষেতের ব্যাপকতা বৃদ্ধি পেয়ে এখন দেশের বাইরে এটি আধুনিক কৃষি ক্ষেত্রে একটি নতুন বিপ্লব হিসেবে সুনাম ও সুখ্যাতি কুড়িয়েছে ।

নাজিরপুরের বৈটাকাটা, মনোহরপুর, বিল ডুমুরিয়া, মুগারজোর, গাও খালীর নিম্ন অঞ্চল, বানার জোর সহ এ জলাবদ্ধ জমিতে কৃষকরা ক্ষেত তৈরীতে কচুরিপানা, শেওলা, নারিকেলে ছোবড়ার গুড়া দিয়ে সেড তৈরী করে এবং এগুলো বাঁশ দিয়ে জায়গায় স্থায়ী করার জন্য বেঁধে রাখা হয় । যে কারনে জোয়ার ভাটার সময়েও উঁচু নিচু হলেও সবজী ক্ষেতের কোন ক্ষতি হয় না । বছরে তিনবার একই সেডে এ সবজী চাষ করা সহজলভ্য এবং অর্থনৈতিকভাবেও সাশ্রয়ী । মিষ্টি কুমড়া, লাউ, মরিচ, বেগুন, টমেটো, করল্লা, শশা, সিম, বরবটি, তিন প্রকার কফির চারা সহ অন্যান্য ফসলের উৎপাদন করা সহজতর হয় ।

এগুলো দেশের বৃহত্তর বরিশাল, পিরোজপুর, বাগেরহাট সহ দেশের অন্যান্য অঞ্চলে এ চারাগুলো পাইকাররা কিনে নিয়ে এ সকল অঞ্চলে বিক্রি করে ঐ সকল অঞ্চলের কৃষকরা তাদের জমিতে লাগিতে নাজিরপুর সহ কৃষকরা কৃষি ক্ষেত্রে ব্যাপক ফলন ফলিয়ে বাজারজাত এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কৃষক কৃষাণী তাদের পরিবার পরিজন সুখে শান্তিতে পড়া লেখা সহ তাদের মুখে হাসি এবং সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পেয়ে এ চাষ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে । বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লবনাক্ত ছাড়া মিষ্টি পানিতে এ চাষে ব্যাপক সাফল্যতা পেয়ে আজ তা বহিঃবিশ্বে একটি আধুনিক মডেল হিসেবে এর ব্যাপকতা ক্রমশ ছড়িয়ে পড়ছে ।

তবে ভুক্তভুগি কৃষকদের অভিমত কৃষি মন্ত্রনালয়, অধিদপ্তর তথা বাংলাদেশ সরকারের সকল প্রকার সহজ সুলভ ঋণ সহ আর্থিক পৃষ্টপোশকতা পেলে দেশের জলাবদ্ধ এলাকা গুলো ভাসমান সবজী ক্ষেত সোনার ক্ষেতে পরিনত হবে ।