সারাদেশ
  বৃক্ষরোপন ও বিতরনের মধ্য দিয়ে তারুন্য-৭১ এর আত্মপ্রকাশ
  01-10-2017

॥ শারমিন আক্তার, কচুয়া (বাগেরহাট) ॥

মুক্ত চিন্তা, মুক্ত কাজ , নতুন হোক এ সমাজ ” এই শোগানকে সামনে রেখেলেখাপড়ার পাশাপাশি সমাজের উন্নয়নে নিজেদের অবদান রাখার লক্ষে কচুয়ায় তারুন্য-৭১ নামের একটি সংগঠনের আতœ প্রকাশ ঘটেছে।

রবিবার সকাল থেকে দিন ব্যাপি এ সংগঠনের ব্যানারে ৭১ জন ছাত্র উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ,ওষধি বৃক্ষ বিতরন ও বৃক্ষ রোপন কর্মসুচি পালন করে। বৃক্ষ রোপন ও বিতরন কৃত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো, কচুয়া ডিগ্রী কলেজ, কচুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,আদর্শ শিশু একাডেমি, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয, সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজ,সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, হাজরাখারী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এ কর্মসুচি উপলক্ষে সকালে একটি র‌্যালী কচুয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া কলেজের অধ্যক্ষ শুধাংকু কুমার অধিকারী।