সারাদেশ
  কুকুরের উপদ্রুপ ॥ সর্বসাধরন আতঙ্কে
  01-10-2017

॥ মোঃ জাহেরুল ইসলাম, পঞ্চগড় ॥

পঞ্চগড়ের আটোয়ারীতে বেওয়ারিশ কুকুরের উপদ্রুপ চরমে, কুকুরের অত্যাচার থেকে রেহাই পাচ্ছেনা মানুষ সহ পশু পাখিরাও। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন হতে বেওয়ারিশ কুকুরগুলো দল বেধে বেড়াচ্ছে সুযোগ বুঝে গরু, ছাগল, হাঁস, মুরগীকে আক্রমন করছে। সম্প্রতি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া সহ বিভিন্ন গ্রামে কুকুর কামড়ানো ৫টি গরু মাটিতে পুঁতে দেয়া হয়েছে। রাধানগর বোর্ড অফিস এলাকায় ২টি গরুকে কুকুর কামড়িয়েছে। ইদানিং উপজেলার ধামোর, তোড়িয়া আলোয়াখোয়া,বলরামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরের দল ছাগল, হাঁস, মুরগীগুলোকেও খেয়ে ফেলছে।

রাস্তাঘাটে চলাফেরা করতেও কুকুরের কাছে বাধাগ্রস্থ হতে হচ্ছে। কুকুরের কামড় থেকে এলাকার মানুষও রক্ষা পায়নি। উপজেলায় জলাতঙ্ক রোগে মানুষ ও পশু মারা যাওয়ার নজির রয়েছে। কুকুরের আতঙ্কে মানুষ স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারছেনা।

স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কুকুরের উপদ্রপে প্রায় বিপদগ্রস্থ হচ্ছে। অনেক সময় মটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন রাস্তায় চলতে গিয়ে কুকুরের সাথে ধাক্কা খেয়ে ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে অহরহ।

এসব কুকুরের আড্ডা ফকিরগঞ্জ বাজার, হাসপাতাল চত্ত্বর, উপজেলা পরিষদ চত্ত্বর সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে। 

রাতের বেলা বিভিন্ন কাঁচা ও পাকা রাস্তা গুলোতে বেওয়ারিশ কুকুরগুলো দল বেধে বেড়াতে দেখা গেছে । এব্যাপারে উপজেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সুত্রে জানাযায়, কুকুর নিধনের ব্যাপারে হাই কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কুকুরের উপদ্রুপ থেকে মানুষ সহ পশু-পাখীকে রক্ষা করতে স্থানীয় প্রশাসন সহ সরকারের নেকদৃষ্টি কামনা করছে আটোয়ারীর সর্বস্তরের মানুষ।