সারাদেশ
  শ্রীপুরে টাকা চাওয়ায় স্ত্রীর মাথায় ভাতের মাড় ঢেলো দিলো স্বামী
  01-10-2017


॥ আতাউর রহমান সোহেল, গাজীপুর ॥

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী উইপির সোহাদিয়া গ্রামে ঋনের কিস্তির টাকা জোগাড় করতে বলায় স্ত্রীর মাথায় ভাতের গরম মাড় ঢেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। গৃহবধূর স্বামী একই গ্রামের জনাব আলীর ছেলে আব্দুল জলিল (৩০)। গৃহবধূ তাছলিমা আক্তার এতিম। দুনিয়ায় তার বাবা-মা, ভাই বোন কেউ নেই। গত প্রায় আট বছর আগে রং মিস্ত্রী আব্দুল জলিলের সাথে তাছলিমার বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গৃহবধূর জ্যাঠা তমিজ উদ্দিন জানান, স্থানীয় “পদক্ষেপ” নামক বেসরকারী উন্নয়ন সংস্থা থেকে স্বামীর অনুরোধে সাংসারিক প্রয়োজনে ২০ হাজার টাকা ঋন উত্তোলন করে স্বামীকে দেন ওই গৃহবধূ। সাড়ে পাঁচ’শ টাকা করে ঋন পরিশোধের জন্য তিনটি সাপ্তাহিক কিস্তিও দেয় তার স্বামী। সূত্রে জানা যায় চতুর্থ কিস্তির জন্য তাগাদা দিলে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়।

রাতের খাবারের জন্য ভাত রান্না করছিল গৃহবধূ বাগবিতন্ডার এক পর্যায়ে গৃহবধূর মাথায় ভাতের মাড় ঢেলে দেয় পাষান্ড স্বামী আব্দুল জলিল । এতে গৃহবধূর মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করায়। পরে অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মানবাধিকার খবরকে জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।