সারাদেশ
  কচুয়ায় রোহিঙ্গা নির্যাতন বন্ধে মানবন্ধন
  01-10-2017


॥ জাহিদুল ইসলাম বুলু, কচুয়া (বাগেরহাট) ॥

মিয়ানমারের রোহিঙ্গাদের উপর পাশবিক নির্যাতন, ধর্ষণ, হত্যা, অগ্নি সংযোগের প্রতিবাদে জাতিসংগের হস্তক্ষেপ কামনা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবিতে মানবাধিকার
ফাউন্ডেশন ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কচুয়া উপজেলা শাখার উদ্বোগে কচুয়া প্রেসক্লাব চত্ত্বরে এক মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে বক্তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ত্ব প্রদানে মিয়ানমারকে চাপগ্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান ও মিয়ানমার শরণার্থীদের পাশে দাড়ানোর জন্য বাংলাদেশে সরকারকে ধন্যবাদ জানান। মানবাধিকার ফাউন্ডেশনের কচুয়া উপজেলা শাখার সভাপতি তুষার রায় রনির সভাপত্তিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেন।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কচুয়া উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ এস, এম নাজমুল হুদা মিয়া, মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর আওসাফুর রহমান মারুফ, সাধারণ সম্পাদক দিহিদার জাহিদুল ইসলাম বুলু, সহসভাপতি সমীর বরণ পাইক, বিমল কৃষ্ণ দত্ত, মুক্তিযোদ্ধা লতিফ শেখ, ফারুক শেখ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক দেবদাস সাহা, প্রভাষক প্রতাপ চন্দ্র রায়, প্রধান শিক্ষিকা পাপিয়া বসু, মান্নান সরদার, মোঃ তুহিন খান, পিয়ুজ কান্তি বিশ্বাস, ইমরান শেখ, মুক্তা খানম, খান সুমন, মোঃ রুম্মান, খান এমদাদুল ইসলাম, রিন্টু সরদার, শেখ শহিদুল ইমলামসহ মানবাধিকার ফাউন্ডেশন ও কমিশনের কর্মকর্তাবৃন্দ।