জাতীয়
  ডিজিটাল হেল্থ সার্ভিস বিষয়ে উদ্বুদ্ধকরন সভা
  01-10-2017



গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ডেভলপমেন্ট স্টুাডিস বিভাগে এ্যাডভিন কানাডা আয়োজিত ডিজিটাল হেল্থ বিষয়ে ঢাকা জেলার ২০টি এনজিও’র নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিদের নিয়ে এক সেনসিটিজেশন সেশন এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভিন কানাডা এর কান্ট্রি ডাইরেক্টর জনাব জামালুদ্দিন সাহেব ডিজিটাল হেল্থ বিষয়ে মাল্টিমিডিয়াতে বক্তব্য উপস্থাপন করেন এ্যাডভিন কানাডা’র প্রকল্প পরিচালক জনাব এনামুল হক। তিনি ডিজিটাল হেল্থ বিষয়ের এ্যাডভিন কানাডা বাংলাদেশে কাজের সুবিধা এবং উক্ত প্রকল্পে কিভাবে এনজিওগুলো অন্তর্ভূক্ত হতে পারে। সে বিষয়ে বিস্তারিত বিবরন তুলে ধরেন।

প্রোগ্রামে বিভিন্ন এনজিও যেমন- জনসেবা কেন্দ্র, এ্যন্টিড্রাগ ফাউন্ডেশন, এএসডি, এসএসএস সহ প্রায় ২০টি এনজিও’র প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপস্থাপনা শেষে ডিজিটাল হেল্থ বিষয়ে প্রশ্নের উত্তর সেশনে উক্ত বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ্যাডভিন কানাডা এর কান্ট্রি ডাইরেক্টর। সমগ্র অনুষ্ঠানটি সমন্বয় করেন জনসেবা কেন্দ্রের ডাইরেক্টর প্রোগ্রাম এন্ড রিসার্চ জনাব ডক্টর মোঃ শফিকুর রহমান।

- প্রেস বিজ্ঞপ্তি