জাতীয়
  নির্যাতিত রোহিঙ্গাদের পাশে মানবাধিকার খবর ও উৎস রমনাপার্ক
  01-10-2017


॥ মানবাধিকার খবর প্রতিবেদন ॥

গত ৩০ সেপ্টেম্বর কক্সবাজার টেকনাফের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মানবাধিকার খবর ও উৎস রমনাপার্ক নামক সেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে রোহিঙ্গা স্মরণার্থী নারী ও শিশুদের মাঝে ১০ টন চাল, ডাল, আলুসহ ১হাজার প্যাকেট খাদ্য সামগ্রী, শিশুদের পোষাক ও নগদ অর্থ মানবাধিকার খবরের সম্পাদক ও উৎস রমনাপার্ক সদস্যবৃন্দ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরন করেন।

এ সময় মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক প্রকাশক রোটারিয়ান মো: রিয়াজ উদ্দিন ক্যাম্পে অবস্থানরত অসহায় রোহিঙ্গা নারী ও শিশুদের অবর্ণনীয় দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। ভবিষ্যতেও মানবাধিকার খবর ও উৎস রমনাপার্ক সদস্যরা মানবকল্যাণে রোহিঙ্গাদের পাশে থাকবে এবং যেকোন সংকটময় মুহূর্তে ও মানবাধিকার প্রতিষ্ঠায় অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া রোহিঙ্গাদের জন্য মিলাদ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।