অধিকারের প্রতিবেদন
  রোটারি বাংলাদেশের নতুন গভর্ণরের দায়িত্ব গ্রহন
  01-07-2017


গত ১জুলাই বাংলাদেশ-চায়না আন্তর্জাতিক সম্মেলনকক্ষে রোটারী ইন্টারন্যাশনাল-এর ইয়ার লাঞ্চিং সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে এফ এইচ আরিফ আন্তর্জাতিক রোটারি (জেলা ৩২৮১) বাংলাদেশের নতুন রোটারি গভর্ণর পদে দায়িত্ব গ্রহণ করেন।
২০১৭-১৮ বর্ষে ২০৪টি রোটারি ক্লাবসহ ২২২টি রোটার‌্যাক্ট ক্লাব, ৭৯টি ইন্টার‌্যাক্ট ক্লাব, ২৫টি আর্লি অ্যাক্ট ক্লাব, ৩৫০টি রোটারি কমিউনিটি কোর এবং বহু সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারীত্বের মাধ্যমে সমাজসেবা ও সমাজ উন্নয়নে অবদান রাখতে দেশব্যাপী কর্মব্যস্ত রোটারি নেতাদের নেতৃত্ব দিবেন।
আরিফ ১৯৮৭ থেকে রোটারির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত এবং ১৯৯৪-৯৫ বর্ষে রোটারির যুব সংগঠন রোটার‌্যাক্টের নির্বাচিত বাংলাদেশ প্রধানের দায়িত্ব নির্বাহ করেন। তিনি বিসিএস (ট্যাক্স সেশন) ক্যাডারে কর কমিশনার পদে কর্মরত, বিসিএস (ট্যাকসেশন) এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং অফিসার্স ক্লাব ঢাকার নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন অ্যালামনাইয়ের মহাসচিবসহ বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (স্বাস্থ্য) ও অন্যান্য সামাজিক সংগঠনের গুরত্বপূর্ণ দায়িত্বে সেবারত। বিপিএটিসিতে প্রথম স্থান অধিকার করায় রেক্টরস্ স্বর্ণপদক (১৯৯৪), বাংলাদেশ স্কাউটসে রোভারদের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (১৯৮৮), সিএনসি পদক (২০০৯), রাষ্ট্রপতি পদক এবং দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ড (২০১৩) লাভ করেন।