সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করবেন অভিনেত্রী শাবনূর। এবারের ঈদটা ঢাকাতেই করলেন এই ঢালিউড কন্যা। দেশে পরিবার-পরিজন আর কাছের মানুষের সঙ্গে উৎসবের দিনটি কাটাতে পারলে খুব ভালো লাগে তার। শাবনূর বলেন, এখনো আমার ঈদের আমেজ কাটেনি। আদরের সন্তান আইজান আর অন্যদের নিয়ে ঈদের যত আনন্দ সবই ভাগাভাগি করছি। দেশে এসেছি ২২ জুন। এবার অনেক দিন দেশে থাকব। বর্তমানে চলচ্চিত্রের অস্থির অবস্থায় এই দিকটা নিয়ে ভাবতে সাহস পাচ্ছি না। আমার বিশ্বাস, আমাদের স্বপ্নের এই শিল্প সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আবার ঘুরে দাঁড়াবে। সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার ইচ্ছা আছে। চলচ্চিত্র জগৎ ও এর বাইরের অনেক মানুষ নানা কষ্টে আছে। তাদের পাশে দাঁড়াতে পারলে নিজেকে সার্থক মনে করব।
|