জাতীয়
  সীমাখালীর চিত্রা নদীর উপর বেইলী ব্রিজের নির্মাণ কাজ শেষের পথে
  01-07-2017

শালিখার সীমাখালীর চিত্রা নদীর উপর বেইলি ব্রিজের নির্মান কাজ শেষের পর্যায়ে,  শীঘ্রই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলবে বলে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। ঈদের আগেই ব্রিজের উপর দিয়ে যাতে যানবাহন চলাচল করতে পারে তার জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালানো হচ্ছে।প্রায় ২ শতাধিক শ্রমিক রাতদিন কাজ করে ব্রিজের নির্মান কাজ শেষ করার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি ব্রীজটি ভেঙ্গে পড়ার পর প্রায় সাড়ে চার মাস অতিবাহিত হতে যাচ্ছে। ঈদের আগেই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারলে  হাজার হাজার যানবাহনসহ  কয়েক লক্ষ মানুষের সীমাহীন দুর্ভোগ লাঘব হবে।  দক্ষিণ বঙ্গের সবচেয়ে জনগুরুত্বপুর্ন এই ব্রীজটি দির্ঘদিন ভেঙ্গে পড়ে থাকার কারনে লক্ষ লক্ষ মানুষের সীমাহীন দুর্ভোগের অন্ত ছিল না।
২ লেনের বেইলি ব্রিজের একাংশের কাজ শেষ করে জন সাধারনের পায়ে হেটে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
আবার মুল ব্রিজের উপরও বেশ কিছু শ্রমিকেরা লোহার পাটাতন বসানোর কাজে ব্যাসÍ সময় পার করছে।এই দৃশ্য দেখার জন্যঅনেক দর্শনার্থী ভীড় জমাচ্ছে, আর বলছে এই ব্যাস্ততা টুকু ১০ দিন আগে শুরু করলে ঈদের অনেক আগেই ব্রিজের কাজ হয়তো শেষ করতে পারতো। সেতু ভেঙ্গে পড়ার পর টেন্ডার প্রক্রিয়া শেষ করে দেড় মাস পর ২৪ মার্চ শুরু হয় বেইলি ব্রিজ নির্মান কাজ। কার্যাদেশে ৪৫ কার্যাদিবসে এ নির্মান কাজ শেষ করার কথা ছিল। সিডিউলে নির্ধারিত সময়  গত ৩০ মে শেষ হয়েছে। তবে অতিরিক্ত সময় বেশী লাগলেও ব্রিজের উপর দিয়ে গাড়ি চলতে পারলে দক্ষিন বঙ্গের লক্ষ লক্ষ মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না বলে বাইরে অবস্থানকারী দক্ষিনাঞ্চলের অনেকেই মোবাইল ফোনে জানিয়েছেন।