প্রচ্ছদ
  শালার হাতে দুলাভাই খুন, আটক ১
  03-06-2017


সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগরে মাওলানা আব্দুল আজিজ (৫২) নামের এক ইমামকে কুপিয়া হত্যা করা হয়েছে। ঘাতক নুরআলম (৩০) নিহত আজিজের শালক। নিহত আজিজ মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে। ঘাতক নুর আলম নুর নগর ইউনিয়নের দাশকাটি চাওলিয়া গ্রামের মৃত গনি মেম্বরের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার সময় শ্বশুর বাড়ির একটি রুমে আজিজ ও তার শালক ছিল। শালক নুর আলম ঔষধ কিনে দেওয়ার জন্য তাঁর দুলাভাই আজিজকে বললে দুলাভাই ঔষধের পরিবর্তে তদবির করে দেবে বলে বলে জানায় এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নুর আলম দা দিয়ে দুলাভাই আব্দুল আজিজ এর মাথায় আঘাত করলে সে ঘরের মেঝেতে পড়ে যায়।এমত অবস্থায় দা দিয়ে গলায় কোপ দিলে ঘটনা স্থানে মারা যান তিনি। দুলা ভাই মারা গেছে নিশ্চিত হয়ে নুর আলম পাশ্ববর্তী তার চাচার বাড়িতে যেয়ে দুলাভাইকে হত্যা কথা স্বীকার করে।
বিষয়টি জানা জানি হলে আতœীয়স্বজন ও তার স্ত্রী ছেলে ও মেয়ে আহাজারিতে ফেটে পড়ে। এলাকায় ও তার কর্মস্থল কাঠামারী গ্রামে শোকের ছেয়া নেমে আসে স্থানীয় জনগণ শ্যামনগর থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক থানা ইনচার্জ আব্দুল মান্নান ঘটনা স্থলে আছে এবং ঘাতক নুরআলম কে আটক করতে সক্ষম হন।
এ বিষয়ে কালিগঞ্জ সার্কেল মির্জা সালাউদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘাতকে আটক করা হয়েছে। এবং সে তার দুলাভাইকে হত্যা করেছে বলে নিজে শিকার করে। আশপাশের লোকজন তাকে মানসিক রুগী বলেছে, আসলে প্রকৃত পক্ষে সে মানসিক রুগী কিনা তা ডাক্তারি পরীক্ষা করে বলতে পারা যাবে বলে তিনি জানান। আসামী কে মামলা দিয়ে চালান করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মোঃ আব্দুল মান্নানের সাথে কথা হলে তিনি জানান, হত্যাকারীকে আটক করা হয়েছে। এই হত্যাকান্ডের ব্যবহৃত দা জব্দ করা হয়েছে এবং লাশ থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে তিনি জানিয়েছেন।