সারাদেশ
  রামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৪ গ্রাম লন্ডভন্ড, আহত-৩০
  03-06-2017


লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক বসতঘর, মসজিদ, ব্যবসায় প্রতিষ্ঠান বিধ্বস্থ হয়েছে। এসময় বসতঘর ও গাছপালার নিছে চাপা পড়ে ৩০জন আহত হয়। গুরুতর আহত শোশালিয়া গ্রামের জমদার বাড়ির নাছরিন বেগমকে নোয়াখালী, উত্তর মজুপুর গ্রামের পেয়ারা বেগম, শিশু ইয়াছিন, স্বর্নকার বাড়ির শাহাজান, নাছরিন বেগম, সহেল হোসেনকে রামগঞ্জ সরকারী হাসপাতাল ও অন্যদেরকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্রে জানায়, রাত ২টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। কিছু বুঝে উঠার আগেই ঝড়ে মজুপুর গ্রামের আবু তাহের, মনির হোসন, মজিবুল হক, রফিকুল ইসলাম, রিনা বেগম, বাচ্চু মিয়া, শাহাজান, তছলিম,সহেল, শহিদ, পেয়ারা, মনোয়ারা, পুষ্প, তাজল ইসলাম, আলী হোসেন, দাসপাড়া গ্রামে খোকন, খুকু মিয়া, আলী আহমেদ, শোশালিয়া গ্রামের অজি উল্যাহ, শৈলখালী গ্রামের আবুল বাসার এর বসতঘর, মজুপুর মঠ সংলগ্ন মসজিদ, আবু তাহের, চৌধুরী মিয়া, মুনছুর আহমেদের ব্যবসায় প্রতিষ্ঠান, তাজুল ইসলামের পল্ট্রি ফার্মের খামারসহ ৪ গ্রামে শতাধিক বসতঘর, মটের পুল মসজিদ, বিধ্বস্থ হয়ে যায়। সরকারী ও ব্যক্তি মালিকানা বনায়ন গাছ উপড়ে পড়ে ২৭টি বৈদুতিক পিলার ভেঙ্গে যায়। ফলে উপজেলাব্যাপী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপজেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন বলেন, ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করে উপজেলাতে প্রেরন করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় এমপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম.এ আওয়াল বলেন, উপজেলা থেকে তালিকা পাওয়ার পর ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতা করা হবে।