অর্থনীতি-ব্যবসা
  শেষ হলো ৬ষ্ঠ বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৭
  03-06-2017


রাজধানীর কুড়িলে অবস্থিত আর্ন্তজাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শেষ হলো দুদিন ব্যাপি ৬ষ্ঠ বাংলাদেশ ডেনিম এক্সপো ও সাসটেনবল এপারেল ফোরাম। ১৭ মে থেকে শুরু হয়ে এই এক্সপো শেষ হয় ১৮ মে ২০১৭।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হংকং, চীন, জার্মানী, জাপান, ইতালি, স্পেন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং সান মারিনো/ইতালিসহ ১২ টি দেশ থেকে এক্সপোতে অংশ নেন ডেনিম পণ্য উৎপাদকারী প্রতিষ্ঠানগুলো।
ডেনিম পণ্য প্রদর্শন এর পাশাপাশি ডেনিমের বিস্ময়কর প্রযুক্তির সর্বোত্তম চর্চার জন্য সেমিনার ও বিশেষ ইভেন্ট এর আয়োজন হয়। ডেনিম এক্সপোর পাশপাশি চলে সাসটেইনেবল এপারেলস্ ফোরাম শীর্ষক সম্মেলন। এ ফোরামের আলোচনা সভার প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ জার্মান রাষ্ট্রদুত ড. থমাস প্রিন্স, নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত লিয়োনি কুয়েলিনারে, ফ্রান্সের রাষ্ট্রদূত, রেমোটেক্স কর্পোরেশনের কর্ণধার মোঃ কামাল উদ্দিন সহ ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাবৃন্দ।