বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ২০মে শনিবার বিকাল ৪টায় কাওলার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ”জঙ্গীবাদ সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী সেমিনার ২০১৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রি এ্যাড. সাহারা খাতুন। সেমিনারটি উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক অতিরিক্ত আই.জি.পি .প্রঃ ডঃ আব্দুর রহিম খান পি.পি.এম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রঃ ডঃ হারুন-উর-রশিদ, এআইজি শেখ মোঃ রফিকুল ইসলাম,উত্তরা জোনের উপÑ পুলিশ কমিশনার বিধান ত্রিপুরা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব এ্যাড. মোঃ জামাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়ার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা। দক্ষিনখান ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এস.এম. তোফাজ্জল হোসেন, ব্যারিষ্টার শেখ ফজলে নাইম, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ বরকত খান ও সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. আমান-উর-রশিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মানবাধিকার ফাউন্ডেশন গাজীপুর মহানগর শাখার সভাপতি আঃ রশিদ ভুঁইয়া ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক মোঃ রকিবুজ্জামান রকি। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি কে.এম. মোস্তাফিজুর রহমান।
|