অধিকারের প্রতিবেদন
  মায়ের কোলে ফিরতে চায় শিশু সুমন
  01-05-2017

ভারতের পশ্চিমবঙ্গের দঃ ২৪ পরগনা লক্ষীকান্তপুরে সম্পাদকের সাথে দুই বাংলাদেশী শিশু ও হাসুস সেফহোমের কর্মকর্তাবৃন্দ।

“অনেক দিন মা-বাবা ও ছোট ভাইকে দেখিনা তাদের কথা মনে পরলে কান্দন চলে আসে। আমি মায়ের কাছে ফিরতে চাই। আমাকে কি তাদের কাছে নিয়ে যাবেন? আমি কি কোন দিন ফিরতে পারব না মায়ের কাছে? আমার খুব কষ্ট হচ্ছে।” দু’হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে ক্রন্দনরত অবস্থায় অগোছালো কথাগুলো মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন কে বলছিল ভারতে পাচার হয়ে যাওয়া নিষ্পাপ শিশু সুমন ওরফে দুলাল(১০)। সে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দঃ ২৪ পরগরায় লক্ষীকান্তপুর হাসুস সেফ হোমে আছে।