সারাদেশ
  মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন এনায়েত করিম ও দিলীপ কুমার
  23-04-2017

মানবাধিকার খবর ডেস্ক
কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট মিলনায়তনে রবিবার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি-প্রদত্ত -২০১৬ পদক পান হিন্দু-মুসলিম মেত্রী বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনায়েত করিম ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
মোহাম্মদ এনায়েত করিম বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টিভি’র’ প্রধান উপদেষ্টা। সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা পদক প্রদান করা হয়। তিনি বরিশালের গৌরনদী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
দিলীপ কুমার আগরওয়ালাশিল্প ও বাণিজ্যে অসামান্য অবদানের জন্য কলকাতাভিত্তিক মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই সম্মাননা পান। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শ্যামল সেন এবং গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।