মানবাধিকার খবর ডেস্ক বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পহেলা বৈশাখে অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেন শাকিব খান। এর আগে মিডিয়ায় অপু-শাকিব সংক্রান্ত সংবাদ প্রকাশের পর অপুর গুলশানের নিকেতনের বাসায় যান শাকিব খান। সেখানে তাঁরা নিজেদের মধ্যকার সমস্যা নিয়ে কথা বলেন। শাকিবের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস। অপু বলেন, ‘শাকিব যখন আমার বাসায় আসে, তখন তাকে খুব খুশি খুশি দেখাচ্ছিল। আব্রাহামকে নিয়ে বাসায় অনেকটা সময় কাটিয়েছে। ছেলের জন্য নতুন পোশাক কিনতেও বলে গেছে।’ এদিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে যান শাকিব। স্ত্রী অপু জানান, শাকিবের স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকের পরামর্শে তিনি এক দিন হাসপাতালে অবস্থান করেন। গত কয়েক দিনে তাঁর ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তা ছাড়া শাকিবের আগে থেকে লিভারের সমস্যা ছিল। সিঙ্গাপুর থেকে চিকিৎসক বারবার তাঁকে অনিয়ম করতে নিষেধ করেছেন। কিছু খাবারের ব্যাপারে বিধিনিষেধ আছে। কিন্তু শাকিব তা একেবারেই মানছেন না। অপু বলেন, ‘গত ১০ মাস আমি ওর থেকে একদম দূরে ছিলাম। সবকিছু মিলিয়ে ওর খুব অনিয়ম হয়েছে। আশা করছি, সামনে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’ অপরদিকে নায়ক শাকিব খানকে উকিল নোটিস পাঠিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি। সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এ তথ্য জানান। খোকন বলেন, ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারের এক প্রশ্নের উত্তরে শাকিব খান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক আর শিল্পীদের হেয় করে কথা বলেছেন। শাকিবের কথা ছিল এমন ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন? আমার মনে হয় এই দেশে এক নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। একদিন বা দুই দিনের জন্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না। ব্যাপার না, আমার নামে নাম-বদনাম দুই-ই চলতে হবে। ‘মহাসচিব খোকন ক্ষোভ জানিয়ে বলেন, প্রযোজক-পরিচালকদের কারণে শাকিব খান তারকা হয়েছেন। তার রুটি-রুজির ব্যবস্থা হয়েছে। শাকিব প্রযোজক পরিচালক আর শিল্পীদের হেয় করে কথা বলে চরম অন্যায় করেছেন। উকিল নোটিসের সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।
|